উইকেট নিয়ে ধাঁধায় মুমিনুল
শতবর্ষেরও অধীক পুরনো দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্ক স্টেডিয়াম। স্বাগতিকদের জন্য ‘লাকি’ গ্রাউন্ড নয়, ভালো-মন্দ্রের মিশ্রনে। এখন পর্যন্ত এই ভেন্যুতে খেলেছে ৩১টি টেস্টে।
স্বাগতিকদের ১৩ জয়ের বিপরীতে হার সমান ১৩টি। বাকি ৫টি ড্র। এমন একটি ভেন্যুতে আজ বাংলাদেশ খেলতে নামবে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট।
ডারবানে ২২০ রানে হারে বাংলাদেশ পিছিয়ে আছে। সিরিজ ড্র করতে হলে এই টেস্ট জেতা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। অন্য যে কোনো ফলাফল টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার গচ্ছা রেখেই দেশে ফিরে আসতে হবে ক্রিকেটারদের।
স্বাগিতিকদের জয়-পরাজয় যেমন সমান সমান, তেমনি আগে–পরে ব্যাট করেও ফলাফল সমান সমান। আগে ব্যাট করা দল যেমন ১৩ ম্যাচে জিতেছে, তেমনি পরে ব্যাট করা দলও জিতেছে ১৩ বার। তাই এই মাঠে আক্ষরিক অর্থে অতীত কোনো পরিসংখ্যানই সেভাবে কার্যকরি নয়। একমাত্র ভালো খেলাই হতে পারে জয়ের আসল চাবিকাঠি।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা আজ ডারবান টেস্ট জয়ের অনুভূতি নিয়ে মাঠে নামলেও সেন্ট জর্জ স্টেডিয়ামে তাদের শেষ স্মৃতি কিন্তু মুধুর নয়। সর্বশেষ খেলা ২ টেস্টেই তারা হেরেছিল। একটিতে লো-স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কা জিতেছিল ৮ উইকেটে।
এরপর দক্ষিণ আফ্রিকা খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। হেরেছিল ইনিংস ও ৫৩ রানের ব্যবধানে।এই ২ টেস্টের ৪ ইনিংসে স্বাগতিকরা আড়াইশর নিচে রান করতে পেরেছিল।
এই ভেন্যুতে ব্যাটিং বান্ধব বলা যায় কমই। কারণ পাঁচশর উপরে ইনিংস আছে মাত্র তিনটি। ২০২০ সালে এই ভেন্যুতে সর্বশেষ খেলা টেস্টে ইংল্যান্ডের ৯ উইকেটে ৪৯৯ রান করে ইনিংস ঘোষণার ম্যাচটি চতুর্থ সর্বোচ্চ হয়ে আছে। ইনিংস ঘোষণা হয়েছে মাত্র ৯ বার। অলআউট হওয়ার সংখ্যাই বেশি। যে কারণে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও খুব বেশি লম্বা নয়। হার্সলে গিবসের ১৯৬ রান সর্বোচ্চ। এরপর আছে ক্লুজনারের ১৭৪ রানের ইনিংস। মোট সেঞ্চুরি ৩৯টি। সবচেয়ে বেশি ৬১৭ রান করে সবার উপরে থাকা জ্যাক ক্যালিসের নেই কোনো সেঞ্চুরি। সর্বোচ্চ রান ৯১ ।
সে তুলনায় বোলারদের অবস্খান বেশ ভালো। ইনিংসে ৫ উইকেটের ঘটনা আছে একাধিক। এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার ২টি রেকর্ড কোনো আফ্রিকানদের নয়, ইংল্যান্ডের লোম্যানের। ১৮৯৬ সালে এই ভেন্যুর প্রথম ম্যাচে ইংল্যান্ডের লোহম্যান প্রথম ইনিংসে ৮টি ও দ্বিতীয় ইনিংসে ৭টি উইকেট নিয়েছিলেন। এরপরই ৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার সাদা বিদ্যুৎ খ্যাত অ্যালান ডোনাল্ড। ভেন্যুতে সবচেয়ে বেশি ৪০ উইকটেও তার। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩ বার। ম্যাচে ১০ উইকটে ১ বার। ডোনালের পরে থাকা সর্বোচ্চ ৪ উইকেট শিকারিও পেসার। পোলক ৩৭টি, রাবাদা ২৫টি, ডেল স্টিইন ২১টি, মাখায় এনটিনি ২০টি উইকেট নিয়েছেন। পরিসংখ্যান বলে এখানে পেসারদের আধিপত্য বেশি।
বাংলাদেশের দলপতি কিন্তু আজ সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে পারেননি। যদিও তিনি উইকেট আজ একবার দেখেছেন। কিন্তু তা দেখে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে পারছেন না পেস না স্পিন বেশি ধরবে। সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য তিনি আগামীকাল ম্যাচ শুরুর আগে তিনি আরেকবার পরখ করে নিতে চান।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেখেন উইকেটটা যতটুক দেখলাম, উইকেটটা হয়তো আপনার একটু ড্রাই আছে, আগের ইতিহাস কি হয়েছিল না হয়েছিল এগুলো নিয়ে ভাবাটা খুবই কঠিন। কারণ হয়তো এখানে আপনার ভিন্নও হতে পারে। এখন উইকেটটা কালকে সকালে আমরা আরেকবার দেখলে হয়তোবা সিদ্ধান্ত নিতে পারব আসলে একটা স্পিনার বেশি খেলব নাকি একটা পেস বোলার বেশি খেলবে। কালকে আরেকবার দেখে হয়তোবা সিদ্ধান্তটা নিবে।
‘তবে উইকেট যেমনই হোক না কেন, সেরা একদশ যেমনই সাজান না কেন, মুমিনুল খেলবেন জেতার জন্যই।
তিনি বলেন, ‘অবশ্যই আমি জেতার জন্য খেলব। প্রতি সেশন শতভাগ দিয়ে খেলবো। আমরা যদি খুব বেশি অন্য বিষয়ে কান দেই…সেসব চিন্তা না করে অন্তত ১২-১৩ সেশন কিভাবে জিততে পারি সেই চিন্তা নিয়ে এগোতে চাই ।
এমপি/এমএমএ/