কঠোর হচ্ছে আফগান ক্রিকেট বোর্ড
ছবি : সংগৃহীত
ঘরোয়া আসরে আরও বেশি খেলাতে জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি কঠোর হতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে দেশের ক্রিকেটারদের খেলার বিষয়ে মাপকাঠি তৈরি করে দেবে দেশটির ক্রিকেট বোর্ড।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই কঠোরতা দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরে। বিশ্বজুড়ে যেসব দেশ ফ্র্যাঞ্চাইজি লিগ হয়ে থাকে, সেসব আসরে আফগানিস্তানের তিন ক্রিকেটার রশিদ খান, মোহম্মদ নবী ও মজিব উর রহমানের ব্যাপক চাহিদা রয়েছে। প্রায় সব আসরেই তাদের চায় ফ্র্যাঞ্চাইজিগুলো।
এই তিন ক্রিকেটার জাতীয় দলের খেলা ছাড়া ঘরোয়া আসরে খেলতে পারেন না। এতে করে নতুনরা তাদের সান্নিধ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এই দূরত্ব ক্রিকট বোর্ড কমিয়ে আনতে চায়। আর সেই প্রয়াস থেকে তারা ফ্র্যাঞ্চাইজি আসর খেলা নির্দিষ্ট করে দিতে যাচ্ছে। বছরে তিনটির বেশি আসর খেলতে পারবেন না এক একজন ক্রিকেটার। কোন তিনটি আসর খেলবেন, এ ব্যাপারে ক্রিকেট বোর্ডের কোনো দিক নির্দেশনা থাকবে না। ক্রিকেটাররা নিজেরাই বাছাই করে নেবেন তিনটি আসর। অবশ্য এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি বোর্ডের পক্ষে থেকে।
আফগান্তিান ক্রিকেট বোর্ড কিছুদিন আগে ১৪ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে। এই কমিটি দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করবে। তাদেরই সুপারিশ এটি। কমিটির এক সদস্য রাইস আহমেদজাই বলেন, ‘আমরা চাই জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে খেলাটা নিশ্চিত করুক। এই প্রস্তাব আমরা ক্রিকেট বোর্ডের হাই অফিসিয়ালদের জানিয়েছে। খুব সম্ভবত অবাধে বিদেশি লিগ খেলার বিষয়ে বোর্ডের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসতে পারে।’
এমপি/টিটি