এমন উইকেট আশা করেননি তামিম
জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে তামিম ইকবাল ব্যাটিং নিয়েছিলেন বেশি রান সংগ্রহের আশায়। এই সিদ্ধান্ত নিতে তাকে প্রলুব্ধ করেছিল উইকেটের চরিত্র নয়, অতীত পরিসংখ্যান। কিন্তু পরিসংখ্যান ভুল প্রমাণিত হয়েছে তামিমের সিদ্ধান্তের কাছে।
রাবাদা-এনগিডিদের পেস ও বাউন্সে কপোকাত হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে খেলতে নেমে ৭ উইকেটে ম্যাচ হেরে সিরিজে সমতা। উইকেটে যে এ রকম বাউন্স থাকবে তামিম ইকবাল মোটেই ভাবেননি বলে জানিয়েছেন ম্যাচ শেষে। উইকেট এমন হবে জানলে তিনি আগে ব্যাটিং না নিয়ে ফিল্ডিংই নিতেন বলে জানান।
তামিম ইকবাল বলেন, ‘উইকেট দেখে প্রেডিক্ট করা খুব মুশকিল যে উইকেটে অসমান বাউন্স থাকবে। আমার ১৫ বছর ক্যারিয়ারে এটা খুব সম্ভবত দ্বিতীয় ম্যাচ (এই মাঠে)। আমাদের অনেককিছু স্ট্যাট অনুযায়ী যেতে হয়। এ মাঠে প্রচুর রান করেছে এবং অনেক ম্যাচ জিতেছেও। এরকম বাউন্স থাকবে তা উইকেট দেখে বোঝা কঠিন, এটা সম্ভব না। যদি আমরা জানতাম তাহলে ব্যাটিং করতাম না, ফিল্ডিং-ই করতাম। দ্বিতীয় ইনিংসেও কিন্তু উইকেটের আচরণ অনেকটা প্রথম ইনিংসের মতো ছিল।’
দক্ষিণ আফ্রিকার উইকেটে বাউন্স থাকবে তামিম জানতেন। কিন্তু এ রকম অসমান থাকবে তা তামিম ম্যাচের আগে অনুমান করতে পারেননি। তিনি বলেন, ‘আমার উইকেট এবং পুরো ম্যাচ দেখেন–তাহলে দেখবেন কোনো বল উঁচু এবং কোনোটা নিচু আসছিল। উইকেট যেমন ভেবেছিলাম আমাদের প্রত্যাশা অনুযায়ী ছিল না। পেস এবং বাউন্স আমরা নিতে পারি, কিন্তু বাড়তি বাউন্স আপনি নিতে পারবেন না। এটা বর্ণনা করা কঠিন। তাদের কৃতিত্ব কেড়ে নিচ্ছি না, তবে আমাদের আরেকটু ভালোভাবে সামলানো উচিত ছিল।’
ম্যাচ হেরে গেলেও সিরিজ হারের সম্ভাবনা জীবিত আছে এখনো। ফয়সালা হবে শেষ ওয়ানেডতে। যেটি আবার অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম ম্যাচ জেতার ভেন্যু সেঞ্চুরিয়ানে। হারলেও মোমেন্টাম হারিয়ে যায়নি বলে জানান তামিম ইকবাল।
তিনি বলেন, ‘দেখুন, আমরা প্রথম ম্যাচে খুবই ভালো খেলেছি। তবে দ্বিতীয়টা খারাপ খেলেছি তা মানতে হবে। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা যদি প্রথম দশ ওভারে উইকেট না দিয়ে তাদের ভালোভাবে সামাল দিতাম, তাহলে অবশ্যই মাঝের ওভারে রান করতাম। আর মোমেন্টাম আছে কি না–ক্রিকেটের প্রতি ম্যাচই নতুন করে শুরু করতে হয়। নতুন করে মোমেন্টাম পায় দলগুলো। আমি এটা নিয়ে চিন্তত নই। একটা ব্যাপার আমি বলব- আমাদের ভালো খেলতে হবে। আমরা যদি প্রথম ম্যাচের মতো খেলি তাহলে আমাদের সুযোগ থাকবে আর যদি আজকের ম্যাচের মতো খেলি তাহলে আমাদের জয়ের সম্ভবনা খুবই কম থাকবে। আমাদের ভালো খেলতেই হবে।’
এমপি/এসএ/