অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এ যেন কল্পনাকেও হার মানানো স্বপ্ন। জিতলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়! যে দক্ষিণ আফ্রিকাতে তিন ফরম্যাটের কোনো সংস্করনেই ছিল না বাংলাদেশের জয়। একটি জয়ই অনেক কিছু। সেই জয়ের জন্য সাধনা বা চাওয়ার কমতি ছিল না। সেখানে কি না সিরিজ জয়ের হাতছানি-এমন স্বপ্ন কম্বল জড়িয়ে শুয়ে থেকে দু’চোখ বুজে দেখার সাহসও হয় না। কিন্তু সেই অসম্ভবকে এবার সম্ভবে পরিণত করার সমুহ সুযোগ বাংলাদেশের সামনে।
এমন সুযোগ তৈরি হয়েছে সেঞ্চুরিয়ানে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ৩৮ রানে জিতে। প্রথম ম্যাচ জিতে এমনিতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ ইতিহাস রচনা করেছে। তাই আজ সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নতুন করে আরেকটি ইতিহাস লেখার সুযোগ। সেই সম্ভাবনাকে বুকে লালন করে জোহানেসবার্গে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছপন লাল-সবুজের কাপ্তান তামিম ইকবাল। আজ তামিম ইকবালের ৩৩তম জন্মদিন।
প্রথম ম্যাচে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে করেছিল ৩১৪ রান। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা করেছিল ২৭৬ রান। ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। আজকের ম্যাচে বাংলাদেশ দল সেরা একাদশে কোনো পরিবর্তন আনেনি। এই ম্যাচ জিতলে আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের শীর্ষ স্থান আরো পোক্ত হবে। ১৭ ম্যাচে পয়েন্ট হবে ১২০। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট থাকবে ১২ ম্যাচে ৩৯।
দক্ষিণ আফ্রিকার সেরা একাদশে তিনটি পরিবর্তন আছে মারক্রাম, জনসন ও ফেলাকুয়ের পরিবর্তে ডি কক, পার্নেল ও স্যামসিকে দলে নেওয়া হয়েছে। স্তন ক্যানসার সচেতনতার জন্য দক্ষিণ আফ্রিকা দল আজ গোলাপী জার্সিতে খেলছে। স্টেডিয়ামও সেজেছে গোলাপী রঙে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইয়াসির আলঅ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এমপি/এসএ/