খেলাঘরকে হারিয়ে মোহামেডানের প্রথম জয়
নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ হাফিজের ঘূর্ণিতে লিগে প্রথম জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। আজ মিরপুরে অনুষ্ঠিত খেলায় মোহামেডান ৫ উইকেটে হারিয়েছে খেলাঘরকে। আগে ব্যাট করে খেলাঘর ৪৯ ওভারে মাত্র ১৪৮ রানে অলআউট হয়। মোহামেডান সেই রান তাড়া করে ৪০.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান করে। বিকেএসপিতে দিনের অপর ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তারা ৩ উইকেটে হারিয়েছে শাইনপুকুরকে। টস জিতে ব্যাট করতে নেমে শাইনপুকুর ৬ উইকেটে ২৮০ রান করে। জবাব দিতে নেমে ব্রাদার্স লক্ষ্য পাড়ি দেয় ৪৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান করে।
মিরপুরে খেলাঘর টস হেরে ব্যাট করতে নেমে নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ হাপিজের খূর্ণি বলে শতরানের আগিই হাারয় ৭ উইকেট। পরে সাদিফ চৌধুরীর ৩৩, ইফতেখার সাজ্জাদের ২৪ ও হোসেন আলীর ১২ রানে শেষ পর্যন্ত ১৪৮ রান সংগ্রহ করে। নাজমুল ইসলাম অপু ১০ ওভারে মাত্র ১৮ রানে নেন ৪ উইকেট। মোহাম্মদ হাফিজ ৩ উইকেট নিতে খরচ করেন ২৪ রান। ২টি উইকেট নেন শুভাগত হোম। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুভগত হোমের অপরাজিত ৫৯ রানের সঙ্গে পারভেঝ হোসেন ইমনের ৩৬ ও আরিফুল ইসলামের ৩০ রানে ৯.৫ ওভার হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের দেখা পায়। ২টি করে উইকেট নেন হোসেন আলী ও মাসুম খান।
বিকেএসপিতে শাইনপুকুর টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের সিকান্দার রাজার অপরাজিত ৭৪ রানের সঙ্গে তাসামুল হকের ৬৮, আনিসুল ইসলাম ইমনের ৫১, মাহিদুল ইসলাম অঙ্কনের ৪৩ রানের সুবাদে ৬ উইকেটে ২৮০ রান করে। আমিনুল ইসলাম ৩টি ও সাকলাইয়েন সজিব ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ইমতিয়াজ হোসেন ও আহমেদ সাদেকুরের উদ্বোধনী জুটিতে ১৫৯ রানই ব্রাদার্সের জয়ের ভীত গড়ে দেয়। ১০ রানের ব্যবধানে প্রথমে সাদেকুর ৮৪, পরে ইমতিয়াজ ৭৮ রান করে আউট হওয়ার পর একটা মিনি ধ্স নামে। বিনা উইকেটে ১৫৯ থেকে দলের রান হয় ৪ উইকেটে ১৮২। এরপর মায়শাকুর রহমান (৪৮) ও ধীমান ঘোষ (২৬) মিলে ম্যাচের গতিপথ আর পরিবর্তন হতে দেননি। ৫ বল বাকি থাকতেই ব্রাদার্স জয় তুলে নেয় ৩ উইকেটে।
এমপি