বিসিএল: প্রথম দিন ওয়ালটন মধ্যাঞ্চলের, ওপেনিংয়ে মিঠুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিন রবিবার (১২ ডিসেম্বর) নিজেদের করে নিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। বিসিবি উত্তরাঞ্চলকে প্রথম দিনেই ২১৯ রানে অলআউট করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় দলটি।
পরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬১ রান করে অবস্থান আরও পোক্ত করেছে। মিজানুর ১৮ ও মোহাম্মদ মিঠুন ৪৩ রান নিয়ে সোমবার আবার ব্যাট করতে নামবেন। মিঠু্নের ইনিংসের ওপেন করা ছিল অবাক করার মতো!
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে তার পুরো ফায়দাই তুলে নেন দলপতি শুবাগত হোম। তবে শুরুতে কিন্তু তার সিদ্ধান্ত বুমেরাং হতে চলেছির। কারণ, উত্তরাঞ্চলের শুরুটা ছিল বেশ পোক্ত। দুই ওপেনার তানজিদ ও পারভেজ জুটিতে ৬২ রান এনে দেন। কিন্তু এই জুটি ভেঙ্গে যাবার পর আর কোনো জুটি গড়ে উঠতে পারেনি। এমন কি খেলতে পারেননি কেউ বড় ইনিংস। ফলে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। দুই ওপেনার পারভেজের ৪৬ ও তানজিদ ৩২ রান করেন। মার্শাল আইয়ুব করেন ৩৫ রান।
এ ছাড়া তানভীর ও আরিফুল ২৫ রান করে এবং আমিনুল ২১ ও সানজামুল অপরাজিত ২১ রান করেন। শেষ ৩ উইকেট পড়ে মাত্র ১ রানে। উত্তরাঞ্চলের ইনিংস মধ্যাঞ্চলের কোনো বোলার এককভাবে গুড়িয়ে দেননি। রবিউল ৩৭ রানে নেন ৩ উেইকেট। শুভাগত হোম নেন ২ উইকটে।
ব্যাট করতে নেমে মধ্যাঞ্চলের ওপেনার মোহাম্মদ মিঠুন খেলেন অনেকটা ওয়ানডে স্টাইলে। দলীয় ৬১ রানের মধ্যে তার রানই ৪৩। বল খেলেন মাত্র ৫৪টি। চার ছিল ৬টি।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি উত্তরাঞ্চল: ২১৯/১০, ওভার ৬৯.১ (পারভেজ ৪৬, মার্শাল আইয়ুব ৩৫, তানজিদ ৩২, তানভীর ২৫, আরিফুল ২৫, আমিনুল ২১, সানজামুল ২১*, রকিবুল ৩/৩৭, শুভাগত হোম ২/২১)
ওয়ালটন মধ্যাঞ্চল: ৬১/০, ওভার ১৭ (মোহাম্মদ মিঠুন ৪৬*, মিজানুর ১৮*)
এমপি/এমএমএ/