ডমিঙ্গোর সমালোচনায় মাশরাফি
বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের বড় একটি অংশের কাছে দেশের ক্রিকেটের ‘খলনায়ক’ হিসেবে খ্যাত বর্তমান সময়ে বেশ আলোচিত নাম টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো।
বাংলদেশ ক্রিকেট দলে রাসেল ডমিঙ্গোর ভূমিকা নিয়েও সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে সম্পর্কটা ‘সুখকর’ নয় ডমিঙ্গোর।
এবার বাংলদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একই অভিযোগ এনেছেন।
বৃহস্পতিবার (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, ‘খেলোয়াড়দের তাকে নিয়ে অভিযোগ আছে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, আপনার ড্রেসিংরুম খুশি থাকা। সেটা যদি থেকে থাকে ঠিক আছে। আমার কাছে মনে হয়নি সেটা (ড্রেসিংরুম খুশি)। এ জন্য খোলা মনে বলেছি।’
ডমিঙ্গোকে নিয়ে যেমন ড্রেসিং রুমের পরিবেশ ‘অশান্ত’ করার অভিযোগ আছে, তেমনি মাশরাফি অভিযোগ তুলেছেন প্রোটিয়া এই কোচের সাফল্য নিয়ে। কোনো রাখঢাক না রেখে মাশরাফি জানিয়েছেন, বাংলাদেশের কোচ হিসেবে ডমিঙ্গোর ব্যর্থতার পাল্লা বেশি।
মাশরাফি বলছিলেন, ‘ডমিঙ্গোর বাংলাদেশ ক্রিকেটে সাফল্যের পাল্লা বেশি ভারী নয়। যেটা স্টিভ রোডস বাদ যাওয়ার পরও তার ছিল। একেক কোচের কাছে একেক রকম।’
তিনি আরও বলেন, ‘বিসিবি যদি তাকে নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে খুব ভালো। এটা বিসিবির সিদ্ধান্ত। ও কী কাজ করেছে সেটা তো আমি জানি না। আমি ওর সঙ্গে কাজ করিনি। তিনটা ম্যাচ শুধু, তাই কথা বলার সুযোগ কম। তবে যত ম্যাচ আমরা হেরেছি সেই দায়টাও তাকে নিতে হবে। আমরা অনেক ম্যাচ মিরপুরে হেরেছি যেগুলো হারার কথা ছিল না।’
‘দেখা যাক সামনে কতদূর থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, ব্যর্থতার পাল্লাটা ওর বেশি। কারণ বাংলাদেশ দল ওই সময়ে নেই যে পরীক্ষা-নিরীক্ষা করবে। এখন বাংলাদেশের যারা দর্শক আছে, তারা সফলতা চায়,’ যোগ করেন মাশরাফি।
ক্রিকেট বোর্ড সফলতা চায়। সেখানে নতুন কোচ এসে পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা না। বাংলাদেশ ক্রিকেট এখন পারফরম্যান্স দেওয়ার সময়, যোগ করেন তিনি।
ডমিঙ্গোকে নিয়ে মাশরাফির অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে অভিযাগ তুলেছিলেন, ডমিঙ্গো নিজে মাশরাফিকে চায়ের দাওয়াত করবেন বলে কথা দিয়েও পরে আর ডাকেননি।
এমএমএ/