নারী ওয়ানডে বিশ্বকাপ
অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড
নারী ওয়ানডে বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টানা তিন ম্যাচে হারের পর ভারতের বিপক্ষে ৪ উইকেট আর ১১২ বল হাতে রেখে প্রথম জয় তুলে নিয়েছে চারবারের চ্যাম্পিয়নরা।
মাউন্ট মুঙ্গানুইতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড দলপতি হেদার নাইট। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। কারণ ইংলিশ বোলারদের দাপটে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। এরপর সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে না পারলে মাত্র ১৩৪ রানেই অলআউট হয়ে যায় মিথালি রাজের দল।
ভারতীয় ব্যাটারদের মধ্যে ওপেনার স্মৃতি মান্ধানা (৩৫) এবং সাত নম্বরে নামা রিচা ঘোষ (৩৩) ছাড়া আর কেউ লড়াই করতে পারেননি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন চার্লি ডিন। তিনি ২৩ রানে নেন ৪ উইকেট।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়লেও ইংল্যান্ড অধিনায়ক হেদার নাইট আর নাইট স্কাইভারের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পান ইংলিশরা। চার রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার।
হেদার নাইট অপরাজিত থাকেন। করেন ৭৩ বলে ৫৩ রান। এর মধ্যে ৮টি চার হাকান। আর নাইট স্কাইভার ৪৬ বলে ৪৫ রান করে বিদায় নেন। বাকীরা তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি।
এসআইএইচ