মুশফিকের কিপিং গ্লাভস কেড়ে নেওয়া প্রশ্নে ক্ষেপলেন পাপন
বিসিবি সভাপতি প্রায়ই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে থাকেন। খুব একটা অপ্রিয় প্রশ্ন না করলে তিনি থাকেন প্রাণবন্ত। মাঝেমধ্যে করা হলে তিনি অনেক সময় অন্যভাবে জবাব দিয়ে থাকেন। কিন্তু কখনও সেভাবে বিরুপ প্রতিক্রিয়া দেখান না। তবে আজ শনিবার (১১ ডিসেম্বর) অনেকটা ক্ষেপেই গেলেন। কারণ এক সাংবাদিক জানতে চেয়েছিলেন মুশফিকুর রহিমের কিপিং গ্লাভস কেড়ে নেওয়া প্রসঙ্গে। বরং পাল্টা প্রশ্ন করে তিনি জানতে চান, ‘কিপিং গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে, এটার মানেটা কী?
এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘অন্য কোনও খেলোয়াড় কেমন কিপিং করে আমরা কি দেখতে পারব না? যেই করুক, ও(কোচ) কি এটা যাচাই করতে পারে না। একটা-দুইটা ম্যাচ করলে অসুবিধাটা কী? আমি যদি একজনের জায়গায় আরেকজনকে দেখতে চাই তাতে অসুবিধা কী? তার পজিশন তো নষ্ট হচ্ছে না। সোহান যে কিপিং করল, ও কি খারাপ করছে? অবশ্যই সে সেরা। একটা জিনিস তো জানি আমাদের সেরা কিপার এখন সোহান। ও যদি না করত এটা কীভাবে দেখতাম? আপনারা যদি কাউকে সুযোগ না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ। তাহলে তো নতুন কোনও খেলোয়াড়ই আসবে না। এটাতে আমি একমত না।’
তিনি আরও বলেন, ‘আসল সমস্যা হচ্ছে মূল খেলোয়াড়দের অনেকে এখন নেই। এখন থাকলেও সামনে থাকবে না। এটা আমরা সবাই জানি। পৃথিবীর কোনো খেলোয়াড় নেই যে সারাজীবন খেলেছে। আমাদের তাদের বিকল্প খুঁজতে হবে। অপশনগুলো দেখে সেরা বিকল্প কে হবে বের করতে হবে।
ঘরোয়া ক্রিকেটে ভালোভাবে নজর দেওয়া হয় না- এ নিয়ে প্রশ্ন করায় বিসিবি সভাপতি ক্ষেপে না গেলেও অনেকটা ক্ষোভ নিয়ে বলেন, ‘আপনারা প্রথমে নিয়ে আসেন পিচ। এর কোনও কারণ খুঁজে পাই না। তারপর বলেন, ঘরোয়া ক্রিকেটের কথা। ঘরোয়া ক্রিকেট মানে কী? এই যে হাজার হাজার ছেলে নিয়ে স্কুল ক্রিকেট, ক্রিকেট কার্নিভাল করছি। এত কিছু করে খেলোয়াড় আনছি। আগে মেয়েদের জাতীয় দলের খেলোয়াড় পাওয়া যেত না। এখন ইমার্জিং, অনূর্ধ্ব-১৯ দল আছে, অনূর্ধ্ব-১৭ করে যাচ্ছি। এগুলো এমনি।’
এমপি/এসআইএইচ/