বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হবিগঞ্জে পুলিশ-শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত ১, আ.লীগ কার্যালয়ে আগুন

হবিগঞ্জে পুলিশ-শিক্ষার্থীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার মধ্যে সংঘর্ষ চলাকালে একজন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম মোস্তাক মিয়া (২৪)। তিনি পেশায় একজন শ্রমিক। শুক্রবার (২ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক মঈন উদ্দীন চৌধুরী মোস্তাক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোস্তাকের হাতে বড় ধরনের আঘাত ছিল। সেটা গুলি কি না, পরে জানানো যাবে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

মোস্তাকের সঙ্গে কাজ করেন মারুফ হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, মোস্তাক এখানে জুতা কিনতে এসেছিল। এসে সংঘর্ষের মধ্যে পড়ে যায়। গুলিতে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’এর অংশ হিসেবে জুমার নামাজের পর হবিগঞ্জে শহরের বোর্ড মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের বোর্ড মসজিদ এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে পূর্ব টাউন হল এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন জেলা ছাত্রদল ও অন্য দলের নেতাকর্মীরা। এরপর মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে টাউন হল এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে সেখানে থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেন আন্দোলনকারীরা।

এ ছাড়া তারা স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় তার বাসার সামনে থাকা ১০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে পুলিশ সেখানে পৌঁছালে শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সহস্রাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাক মিয়ার মৃত্যু হয়।

এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খলিলুর রহমান জানান, ছাত্র আন্দোলনের মধ্যে বিএনপি, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা প্রবেশ করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

Header Ad
Header Ad

ছয় কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সংস্কার কার্যক্রমে গঠিত ছয়টি কমিশনের কাজের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, "সংস্কারের লক্ষ্যে গঠিত চারটি কমিশনের প্রতিবেদন আমাদের হাতে এসেছে। আরও ছয়টি কমিশন প্রধান কাজের মেয়াদ এক মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তারা প্রধান প্রধান বিষয়গুলো গুরুত্ব দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবেন।"

তিনি আরও জানান, সব রাজনৈতিক দল তাদের মতামত লিখিতভাবে জমা দিয়েছে। কমিশন তা পর্যালোচনা করে প্রাসঙ্গিক সুপারিশ গ্রহণ করেছে। রিপোর্ট ও সামারি আজই কমিশনের ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে।

এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সংস্কার কার্যক্রমের চারটি ধাপের কথা উল্লেখ করে বলেন, "প্রথম ধাপে কমিশনগুলো তাদের সুপারিশ জমা দেবে। দ্বিতীয় ধাপে এ সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। তৃতীয় ধাপে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে এবং চতুর্থ ধাপে তা বাস্তবায়ন করা হবে।"

তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের ভাষণে বলেছেন, ন্যূনতম সংস্কার সম্পন্ন করে নির্বাচন করতে চাইলে তা এ বছরই সম্ভব। তবে আরও গভীর সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কয়েক মাস অতিরিক্ত সময় লাগতে পারে।"

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনে ছয়টি সংস্কার কমিশনের প্রধানরা সদস্য হিসেবে রয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, প্রথম ধাপে চারটি সংস্কার কমিশন তাদের সুপারিশমালা জমা দিয়েছে। দ্বিতীয় ধাপে ঐ সুপারিশমালার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। তৃতীয় ধাপে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়ন করা হবে এবং চতুর্থ ধাপে বাস্তবায়নের কাজ শুরু হবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। তবে, হস্তান্তর করা চারটি সুপারিশমালায় কিছু পুনরাবৃত্তি ও সংশোধন প্রয়োজন থাকায় কমিশনগুলো ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। এর আগেই সুপারিশ চূড়ান্ত হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আলোচনা শুরু হতে পারে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Header Ad
Header Ad

সংস্কারের আগে ডাকসুর নির্বাচন নয়: ঢাবি ছাত্রদল

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রে ১৮টি এবং হল সংসদে ২২টি সংস্কার প্রস্তাবসহ মোট ৩৭৭টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এসব সংস্কার প্রস্তাব জমা দেওয়ার পর ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

তিনি বলেন, "ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র রেখে ছাত্রদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।"

এ বিষয়ে তিনি আরও জানান, চব্বিশ পরবর্তী ডাকসু নির্বাচনে ছাত্রদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটার তালিকা, কার্যাবলি, উপদেষ্টা পরিষদ এবং নির্বাহী পরিষদের সংস্কারের পাশাপাশি নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি।

 

ছবি: সংগৃহীত

তাছাড়া, ডাকসুর গঠনতন্ত্রে নারী সহ-সভাপতি এবং সহ-সাধারণ সম্পাদক পদ সৃষ্টি ছাড়াও পাঁচটি নতুন সম্পাদক পদের সংযোজনের সুপারিশ করেছে ছাত্রদল।

সংবাদ সম্মেলনে নাহিদুজ্জামান শিপন বলেন, "আমরা চাই ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া হবে সবার জন্য সমান সুযোগদানের ক্ষেত্র। তাই এসব সংস্কার ছাড়া নির্বাচনের পরিবেশ তৈরি সম্ভব নয়।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এসব প্রস্তাবনার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ছয় কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত: রিজওয়ানা হাসান
ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন
সংস্কারের আগে ডাকসুর নির্বাচন নয়: ঢাবি ছাত্রদল
বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা
অনশনরত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা
ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব জমা দিলো চার সংস্কার কমিশন
পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
ছাগল মতিউরকে ধরা হয়েছে, অন্যদেরও খুঁজে খুঁজে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪৫০ মেট্রিক টন চাল আমদানি
সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের বিষয়ে যা জানা গেল
মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ মারা গেছেন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল, সম্পাদক আবু জাফর
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার