সোমবার, ৩ মার্চ ২০২৫ | ১৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে ৪ ছাত্রলীগ কর্মী নিহত

দুর্ঘটনায় হিত চার ছাত্রলীগ কর্মী। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছাত্রলীগের ৪ কর্মী নিহত হয়েছেন। তারা সকলেই উপজেলা ছাত্রলীগের কর্মী ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (২০ জানুয়ারি) রাত দেড়টার দিকে সিলেট-তাম‌বিল মহাসড়কের জৈন্তাপুরের রাংপা‌নি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। তারা জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ওই চারজন রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর থেকে একটি প্রাইভেটকারে জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি ব্রিজের নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে প্রাইভেটকার থেকে তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজন আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে রাতেই মরদেহগুলো হাসপাতাল থেকে তাদের নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ গভীর দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস দিনার, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ।

সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ ছাড়া শতশত ছাত্রলীগ কর্মী হাসপাতালে জড়ো হন। এ সময় হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে সালিশি বৈঠকে সংঘর্ষ, ৭০ দোকান ভাঙচুর, থমথমে পরিস্থিতি

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে সালিশি বৈঠকে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির এক নেতাসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় শোলাকুড়া বাজারের প্রায় ৭০টি দোকান ভাঙচুর করা হয়, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাকরাইল ও সুলিয়া গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, একটি ওরশকে কেন্দ্র করে আগে থেকেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের সময় হঠাৎ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় ইটের ঢিল ছোড়া হয়। এরপরই মুলিয়া ও সহদেবপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

ছবি : ঢাকাপ্রকাশ

সংঘর্ষ চলাকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করা হয় এবং একাধিক দফায় সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে রয়েছেন—উপজেলা বিএনপি নেতা শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম, মোবারক হোসেন, তানভীর, বিপ্লব, জয়, জাহান, শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান।

এ বিষয়ে আহত বিএনপি নেতা শুকুর মাহমুদ বলেন, "আমি সালিশ বৈঠকে বসার পর কিছু ছেলে হঠাৎ আমার মাথায় ইটের ঢিল মারে। রক্ত বের হতে দেখে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাই। আমার সমর্থকদের মধ্যে ১০ জন আহত হয়েছে।"

এ ঘটনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Header Ad
Header Ad

শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব অর্থায়নে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম 'দ্য বোট' নির্মাণের পদক্ষেপ নেওয়া হয় বেশ কয়েক বছর আগে। কার্যক্রম শুরুরও কয়েক বছর হয়ে গেছে। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। উল্টো গত বছরের আগস্টে স্টেডিয়ামের নির্মাণ কাজের দরপত্র গ্রহণের প্রক্রিয়া বাতিল করা হয়। এবার বদলে ফেলা হলো। স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছে জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।

সোমবার (৩ মার্চ) বিসিবির ১৮তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। মিরপুর শের-ই-বাংলায় দুপুরে শুরু হয় এই বোর্ড সভা। মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু।

নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল প্রসঙ্গে মিঠু বলেন, 'ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে।'

নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরপরই ফারুক আহমেদ জানিয়েছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশাতে পরিবর্তন আসবে। এর আগে বাতিল করা হয়েছিল স্টেডিয়ামের দরপত্র।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরই আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পাল্টে ‘জাতীয় স্টেডিয়াম নামকরণ করা হয়েছে।

Header Ad
Header Ad

২০৩০ দশকে এআই মানবসভ্যতাকে ধ্বংস করতে পারে: ইলন মাস্ক

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানুষের চেয়ে স্মার্ট হয়ে উঠবে এবং মানবসভ্যতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইলন মাস্ক। সম্প্রতি জো রোগান এক্সপেরিয়েন্স পডকাস্টে তিনি বলেন, "আমি সব সময় মনে করি, এআই মানুষের চেয়ে অনেক বেশি স্মার্ট হবে। এর ফলে মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি তৈরি হতে পারে। আর এই শঙ্কা বাস্তবে পরিণত হতে চলেছে।"

এআইয়ের বিপদ সম্পর্কে মাস্ক এখনো দ্বিধান্বিত। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানবসভ্যতা ধ্বংস হওয়ার সম্ভাবনা ২০ শতাংশ হতে পারে। এ নিয়ে তিনি আগেও উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছর নরজেস ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোলাই ট্যানজেনের সঙ্গে আলোচনায় তিনি বলেছিলেন, "এআই আগামী দুই বছরের মধ্যে মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। ২০২৯ বা ২০৩০ সালের মধ্যে এটি এমন একটি স্তরে পৌঁছাবে, যা সব মানুষের চেয়ে বেশি স্মার্ট হবে। তখন মানবসভ্যতার অস্তিত্বের জন্য ১০ থেকে ২০ শতাংশ ঝুঁকি তৈরি হবে।"

 

ছবি: সংগৃহীত

এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরও অনেক প্রযুক্তিবিদ ও গবেষক। নোবেল বিজয়ী বিজ্ঞানী জিওফ্রে হিন্টনের মতে, আগামী ৩০ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানবসভ্যতা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা ১০ শতাংশ। অপরদিকে, এআই নিরাপত্তা গবেষক রোমান ইয়াম্পলস্কির মতে, এআইয়ের কারণে মানবসভ্যতা ধ্বংসের সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

তবে এআই নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে সক্রিয় ছিলেন। ২০১৬ সালে তিনি অলাভজনক ওপেন সোর্সনির্ভর এআই কার্যক্রমে যুক্ত হন এবং চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তীতে তিনি ওপেনএআই থেকে সরে এলেও, নিজের মালিকানাধীন এক্স এআই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রোক এআই চ্যাটবট তৈরি করে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন। সূত্র: বিজনেস ইনসাইডার

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে সালিশি বৈঠকে সংঘর্ষ, ৭০ দোকান ভাঙচুর, থমথমে পরিস্থিতি
শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড
২০৩০ দশকে এআই মানবসভ্যতাকে ধ্বংস করতে পারে: ইলন মাস্ক
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১
দল না পাওয়া সেই আজিঙ্কা রাহানে কেকেআরের নতুন অধিনায়ক
ওএসডি হলেন দেশের ২৯ সিভিল সার্জন
উপদেষ্টা হিসেবে ফারুকী ঠিক আছেন: প্রিন্স মাহমুদ
খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে: প্রেস সচিব
প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক নিয়োগে কোনো বাধা নেই: আপিল বিভাগ
ভোক্তা পর্যায়ে কমলো এলপি গ্যাসের দাম
বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে না পারলে কী করবেন?
শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতির ঘটনায় আরও ২ জন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার
মাহমুদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড থেকে খালাস
সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার  
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ জন
মিঠাপুকুরে স্কুলের লিজকৃত জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ওসির বাড়িতে ডাকাতি: গুলি করে নিয়ে গেছে ৩টি গরু  
ওবায়দুল কাদের দেশেই আছেন দাবি সাংবাদিক ইলিয়াসের
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত সুজনের মানবেতর জীবন