ব্যাংক খাতে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের তথ্য আজগুবি: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিপিডিতে অনেক রাশিয়ান অর্থনীতিবিদ আছেন, যারা ঘরে বসে অঙ্ক কষে ব্যাংকিং খাতে ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের মতো আজগুবি তথ্য দিয়েছেন।’
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় গণসংযোগ শেষ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
এ সময় সিপিডির প্রতি সম্মান জানিয়ে মন্ত্রী বলেন, ‘রাশিয়ার মতো বড় দেশের উনিশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী।’
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত সিপিডিতে যারা আছেন তাদের অনেকেই রাশান ইকোনোমিস্ট। তারা ঘরে বসে অঙ্ক কষে আজগুবি নাম্বার বের করেছে, বাহবা পাওয়ার জন্য। সিপিডির কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে, সরকার তা গ্রহণ করবে।’
এ সময়, গার্মেন্টকর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ এনে সিপিডির সমালোচনা করে ড. মোমেন বলেন, ‘তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।’
উল্লেখ্য, ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরও চার প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন- ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আবদুল বাছিত।
আসনটিতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৩৩ জন, নারী ভোটার ৩ লাখ ৩ হাজার ১৮১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।
প্রসঙ্গত, সম্পতি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, ২০০৮ থেকে ২০২৩-এই ১৫ বছরে দেশের ব্যাংক খাত থেকে ছোট-বড় ২৪টি অনিয়মের মাধ্যমে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট করা হয়েছে। ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে বের করে নেয়া এ অর্থ ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ১২ শতাংশের বেশি। অথচ এ অর্থে অনায়াসে বাজেট–ঘাটতি মেটানো সম্ভব হতো।