জঙ্গি সন্দেহে কুলাউড়ায় ১৭ জনকে আটক করেছে এলাকাবাসী
নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদে কাফেলার সদস্য সন্দেহে মৌলভীবাজারের কুলউড়ায় ১৭ জনকে আটক করে পুলিশে খবর দিয়েছে স্থানীয় বাসিন্দারা। কুলাউড়ার কর্মদা ইউনিয়নের আছকরাবাদ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করে এলাকাবাসী।
সকালে আছকরাবাদ সিএনজি স্ট্যান্ড থেকে কুলাউড়ার দিতে যেতে চাচ্ছিল ১৭ জনের দলটি। অটোরিকশা চালকের সন্দেহ হলে এলাকাবাসীকে সাথে নিয়ে সন্দেহভাজন ওই দলটিকে আটকে রেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে পুলিশ পাহারায় তাদের আটক রাখা হয়েছে বলে জানিয়েছেন ইউপির চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ। তাঁর ধারণা, জঙ্গি দলটির নেতা ইমাম মাহমুদও আটককৃতদের মধ্যেই আছেন।
খবর পেয়ে ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) একটি দল কুলাউড়ার উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পৌঁছে তাদের নিয়ে আরেকটি আস্তানায় অভিযান চালানোর কথা জানা গেছে।
এরআগে, পুলিশের এই বিশেষায়িত ইউনিট শুক্রবার রাত থেকে কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টিওয়ালি গ্রামের বাইশালী বাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করে। তাদের সঙ্গে তিনি শিশুও ছিল। ‘অপারেশন হিলসাইট’নামের ওই অভিযান শেষে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, আটকরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন এক জঙ্গি সংগঠনের সদস্য।
সেখান থেকে আড়াই কেজি বিস্ফোরক, ৫০ কেজি ডেটোনেটর, প্রশিক্ষণ ম্যুানুয়াল, কমান্ডো বুট, জিহাদি বই, নগদ তিন লাখ ৬১ হাজার টাকা, স্বর্ণাংকার, ছুরি-রাম দাসহ অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধারের কথা জানায় সিটিটিসি।