মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের ওয়াহাব আলীর ছেলে আমির আলী (৪৫) ও দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের আব্দুল মজিদের ইসমাইল হোসেন (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কচুবিল বেড়িবাঁধ এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ইসমাইল।
অন্যদিকে সকালে গ্রামের পাশে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন আমির আলী। তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ও ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বজ্রপাতে দুই জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।