সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নারীদের কাঁধেই হবিগঞ্জের প্রশাসন

 

হবিগঞ্জ জেলার সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা (জেলা প্রশাসক) হিসেবে দায়িত্ব পালন করছেন ইশরাত জাহান নামে একজন নারী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) দায়িত্বে রয়েছেন প্রিয়াংকা পাল নামে আরেক নারী। জেলা প্রশাসক কার্যালয়ে আরও ৩ নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছেন। আর জেলার ৯ উপজেলার চারটির নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন নারী। প্রকৃতপক্ষে হবিগঞ্জের প্রশাসনিক কর্মকাণ্ডের অধিকাংশই পালন করছেন নারীরা। প্রশাসনিক দায়িত্ব পালনে তাদের দক্ষতা ও সততাও পুরুষের চেয়ে ঈর্ষণীয়।

হবিগঞ্জের দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ইশরাত জাহান। তার আগে সাবিনা আলমকে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে পায় হবিগঞ্জবাসী। ২২তম বিসিএস ব্যাচের কর্মকর্তা ইশরাত জাহান ২০২১ সালের ৬ মার্চ হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি যখন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন করোনার মারাত্মক প্রকোপ ছিল। দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হন। তারপরও তিনি সেই ক্রান্তিকাল সুন্দরভাবে অতিক্রম করেছেন। এ ছাড়াও জেলার বিভিন্ন দুর্যোগ মুহূর্তে সফলতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

৩১তম বিসিএস কর্মকর্তা হিসেবে প্রিয়াংকা পাল হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) দায়িত্ব পালন করছেন। তিনি ২০২২ সালের ২৭ নভেম্বর এই পদে যোগদান করেন।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন আয়েশা আক্তার নামে আরেক নারী। ৩৪তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০২২ সালের ৭ নভেম্বর ওই পদে যোগ দিয়েছিলেন।

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাহিদা সুলতানা দায়িত্বে রয়েছেন। তিনি ৩৪তম বিসিএসের কর্মকর্তা। এ বছরের ৯ জানুয়ারি এ পদে যোগদান করেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন নাজরাতুন নাঈম। তিনি বিসিএস ৩৪ ব্যাচের কর্মকর্তা।

বিসিএস ৩৪ ব্যাচের কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা রয়েছেন জেলার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে। তিনি ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে এ পদে দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে রয়েছেন ৩৮তম বিসিএস কর্মকর্তা মোছা. তাসনিম জাহান। তিনি জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি শাখা, শিক্ষা ও কল্যাণ শাখা, পর্যটন সেল, করোনা সেল, শুদ্ধাচার সংক্রান্ত দপ্তরের দায়িত্বে পালন করছেন।

সুস্মিতা সাহা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হিসেবে কাজ করছেন। তিনি ৪০তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ১১ ডিসেম্বর হবিগঞ্জে যোগদান করেন।
একই ব্যাচের বিসিএস কর্মকর্তা সুমি রানী বল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয়ের লাইব্রেরি ফরম ও স্টেশনারি শাখার দায়িত্বে রয়েছেন। এই নারী কর্মকর্তা ২০২২ সালের ১১ ডিসেম্বর যোগ দেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আমার মনে হয় প্রত্যেক মানুষ বিভিন্নভাবে নিজেকে বিভিন্ন গণ্ডিতে সফল বলে মনে করেন। কেউ হয়ত চিন্তা করেন একটা পেশাগত জীবনে তার নিজের একটা আকাঙ্ক্ষা থাকে, সে লক্ষ্যে পৌঁছাতে পারলে নিজেকে সফল মনে করেন। আমরা যারা প্রশাসনে আছি আমরা এভাবে চিন্তা করি, আমরা সবসময়ই বলি জনমুখী প্রশাসন, তাই আমরা যখন দেখি আমাদের সেবায় মানুষ সন্তুষ্ট, জনগণ সন্তুষ্ট, তাহলে আমরা মনে করি সফলভাবে সেবা দিতে পেরেছি। এখানে নিজেকে সফল বলে মনে করি।

ইশরাত জাহান নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি সবসময় আমাদের নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কর্মজীবনে আমাদের রাজনৈতিক অঙ্গনেও যদি বলি নারীর ক্ষমতায়ন, নারীকে কর্মে নিযুক্ত করা, প্রতিটা ক্ষেত্রে তিনি কাজ করে যাচ্ছেন। তার কারণেই আসলে আমরা আজকে জেলা প্রশাসকসহ বড় বড় পর্যায়ে অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের দেশের মেয়েরা। সেই পরিবেশটা তিনি তৈরি করে দিয়েছেন। এখন একজন মেয়ের যেকোনো কাজ করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। যদি নিজের ইচ্ছা থাকে তাহলে উচ্চশিক্ষা গ্রহণ করা এবং যেকোনো ঝুঁকিপূর্ণ পেশা বা দায়িত্বশীল জায়গায় এখন মেয়েরা কাজ করতে পারে। সেই অবস্থা এখন তৈরি হয়েছে। আগের মতো সেই পরিস্থিতি কিন্তু নেই।

কর্মক্ষেত্রে নারী হিসেবে কী রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন এ প্রশ্নের উত্তরে ইশরাত জাহান বলেন, মাঝে মধ্যে কিছু প্রতিবন্ধকতা আমাদের মোকাবিলা করতে হয়। হয়ত এমন হয় যে, একসঙ্গে আমাদের অফিসের কাজ করতে হচ্ছে, আমাদের পরিবার-পরিজনদের দেখাশোনা করতে হয়। রাতে হঠাৎ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যেতে গেলে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করতে হয়। কিন্তু তারপরও এগুলো আমরা এখন মোকাবিলা করতে সক্ষম হচ্ছি। এখন কিন্তু প্রত্যেক মেয়ে দেখবেন যে যার যার জায়গা থেকে সব কাজেই কিন্তু তারা যাচ্ছে। তাদের কোনোভাবেই দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাহিদা সুলতানা বলেন, নারীদের ক্ষমতায়নে পুরুষরাই সবচেয়ে বড় বাধা। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা এখনো সমধিকার পায়নি। তবে আমার ক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম। আমার এ অবস্থানে আসার পেছনে অবদান রয়েছে আমার পিতা আর স্বামীর।

এসএন

Header Ad
Header Ad

সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে ১৩ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগ পেয়েছে দুদক।

সোমবার (৭ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য খালিদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া নিজের নামে ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ড হিসাবে ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলেও অভিযোগ করা হয়।

Header Ad
Header Ad

ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী

রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান। ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ৪০টির মধ্যে ১০ টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে।

আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০ টি মিল্ক ভ্যান ঢুকবে বলে জানা গেছে। রেফ্রিজারেটেড ভিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রফতানি কারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড।

১০টি মিল্ক ভ্যানের আমদানি মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউ,এস ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজিস্টিক।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির জানান, আমদানিকৃত ১০টি মিল্কভ্যান বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করলে দ্রুত খালাসে সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সেনাবাহিনী বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেল আমদানি করেছিলেন।

Header Ad
Header Ad

ফিলিস্তিনের পক্ষে মিছিল: ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীসহ ৪০০ বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র সরকার। এই শিক্ষার্থীরা গত দুই বছর ধরে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্ক রুবিও শুক্রবার এক ঘোষণায় জানান, ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করার সময় সহিংস কার্যকলাপে জড়িয়েছিলেন। প্রশাসন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সহযোগিতায় তাদের চিহ্নিত করে এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ট্রাম্প প্রশাসন শুধু বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই থেমে থাকেনি; সম্প্রতি যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করা অনেকেরও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করার কারণে চাকরি পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত ৭ দিনের মধ্যে ৪০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে, যার মধ্যে পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে সিলেটের ২ জন, ঢাকা ও বগুড়ার ১ জন করে শিক্ষার্থী রয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গত বছর ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশি শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে অংশ নিয়েছিলেন। এদের মধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছেন, যেখানে প্রায় ৩০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করছেন।

বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, একজন বাংলাদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল হয়েছে এবং তিনি তার আইনগত সহায়তার জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন। মঈন চৌধুরী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের কোনও আইন ভঙ্গ বা অপরাধে জড়ানো যাবে না এবং স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ না হওয়ার বিষয়টি নজর রাখতে হবে।

এছাড়া, গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন বিশ্বের প্রখ্যাত হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী ও ২ জন সদ্য গ্র্যাজুয়েটের ভিসা বাতিল করে এবং তাদের গ্রেফতার করে ডিপোর্টেশনের প্রস্তুতি নিচ্ছে। একইভাবে, কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের ৪ জন এবং ইউনিভার্সিটি অব অ্যাক্রন এর ২ জন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। এছাড়া, মিনেসোটার স্টেট বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে, যাদের আগামী ৬০ দিনের মধ্যে ডিপোর্ট হতে বলা হয়েছে।

বিভিন্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থীর ভিসাও বাতিল করা হয়েছে, অনেককে গ্রেফতার করে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলো এই পদক্ষেপের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের সংবিধান বিরোধী বলে দাবি করেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী
ফিলিস্তিনের পক্ষে মিছিল: ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
গাজায় গণহত্যার প্রতিবাদ: পাঁচ জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর
ঈদের ছুটি শেষে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
লাঠিপেটা না করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল
ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন কলকাতার মানসী ঘোষ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
নতুন শুল্ক প্রস্তাব স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য চলাচলে সতর্কতা জারি
ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার নিন্দা জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী
বৈশাখে যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন: উপদেষ্টা ফরিদা
ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পে পলাশবাড়ীতে এক জমি দুইবার বিক্রি, গাইবান্ধা ডিসি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ১৫ কোটি টাকার অধিক লুটপাটের চেষ্টা
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের 'মুসলিম কর্মী' বরখাস্ত
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেনাপোল ও শার্শায় বিক্ষোভ মিছিল
গাজার কর্মসূচি নিয়ে হুমকি, চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ