খাদ্যসামগ্রী পেয়ে খুশি নুরজাহান
নুরজাহান বেগম। ১০ বছর আগে স্বামীকে হারান তিনি। নেই কোনো ছেলে সন্তান। একমাত্র মেয়েকে নিয়ে বড়ই বিপাকে পড়েন তিনি। স্বামীর মৃত্যুর পর অন্যের কাছে হাত পেতে জীবন চালাতে হচ্ছে তাদের। এবার তিনি পেলেন শেফিল্ড ইউকে ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী। যা পেয়ে বেজায় খুশি তিনি।
নুরজাহান বেগম বলেন, আমি খুব অসহায়। আমার স্বামী নেই, একটা ছেলেও নেই। কাজ কাম করতে পারি না। গতকাল শুনলাম এখানে নাকি অসহায়-গরিবদের খাবার দেবে, তাই বাড়ি থেকে কষ্ট করে নদীর পার হয়ে আসলাম। দেশে চাল-ডালের এত দাম, এর মধ্যে এই খাদ্যসামগ্রী পেয়ে আমি খুব খুশিরে বাবা।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের দিরাই উপজেলায় শেফিল্ড ইউকে ট্রাস্টের পক্ষ থেকে হক সেবা ট্রাস্টের আয়োজনে কয়েকশ' অসহায় ও দুস্থ পরিবারকে দেওয়া হয়েছে নিত্যপণ্য ও খাদ্যসামগ্রী। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, চিনি, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।
এদিন বিকাল সাড়ে ৪টার দিকে হক সেবা ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাহার মিয়া মোস্তাকের সঞ্চালনায় ও আব্দুল জলিলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কয়েকশ' পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন হক সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী কামরুল হক। এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি গরিব-অসহায় পরিবারগুলো।
এসময় হক সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামরুল হক বলেন, দীর্ঘদিন ধরে আমরা অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহায়তা দিয়ে আসছি। করোনাকালে ও আংশিক লকডাউনে অসহায়দের ঈদ পালনে সহযোগিতা করেছি। বন্যায় দিরাই, শাল্লা পানিতে তলিয়ে গিয়েছিল, তখনো আমরা লাখ লাখ টাকা দিয়ে সহযোগিতা করেছি। আমরা সব সময় এই অসহায় মানুষদের পাশে থাকব, সেই ধারাবাহিকতায় আজও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজানেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. স্বাধীন কুমার দাস, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মোহন চৌধুরী, দিরাই জগদল কলেজের অধ্যক্ষ পংকজ কান্তি রায়, দৈনিক যুগান্তরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, দিরাই ডি এস এস প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা শাহ জানান সিরাজ প্রমুখ।
এসজি