'ভালোবাসার বিড়ম্বনা'
ভালোবাসা হলো মানসিক বহিঃপ্রকাশ। ভালোবাসা বলতে আমরা নিঃস্বার্থতাকেই বুঝি, যেখানে নিঃস্বার্থভাবে একজন অন্যজনকে ভালোবেসে যাবে। আসলে ভালোবাসা হচ্ছে এক ধরণের আকর্ষণ যা নেশার মতো কাজ করে। কারো মতে, ভালোবাসা হচ্ছে কারো প্রতি অতিরিক্ত স্নেহের বহিঃপ্রকাশ। সেটা হতে দুজন দুজনের প্রতি অথবা একজন অন্যজনের প্রতি। কিন্তু সেই ভালোবাসার প্রকাশে বিড়ম্বনারও অন্ত নেই।
ভালোবাসা বিশেষ একটি দিনে আটকা থাকে না। তবে বিশেষ দিনের বিশেষ ভালোবাসার একটি আর্তিও কম নয়। যেমন বিশেষ দিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নতুন কিছু নয়। ফুল ভালোবাসার প্রতীক। যুগ যুগ ধরে ভালোবাসা নিবেদন ও ভালোবাসার বহিঃপ্রকাশে ফুলের ব্যবহার করতে দেখা গেছে সব বয়সী শ্রেণী পেশার মানুষকে। কিন্তু সেই প্রকাশে বিড়ম্বনাও কম নয়। বিশ্ব ভালোবাসা দিবসের মাহন্দ্রেক্ষণে সিলেটে এমন বিড়ম্বনাও লক্ষ্য করা গেছে।
বিশ্ব ভালোবাসা দিবসের দিনে একই সাথে উদযাপিত হচ্ছে পহেলা ফাল্গুন বা বসন্তের প্রথম দিন। ফলে ভালোবাসাময় এই সময়ে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই নগরের ফুলের দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। অন্য সময়ে যে গোলাপ ফুলের দাম ছিল ১০ টাকা, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সেই গোলাপের দাম এখন ৭০ টাকা হতে দেখা গেছে। দুদিন আগেও এ গোলাপ বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকায়।
শহরের স্থায়ী ও অস্থায়ী ফুলের দোকানগুলোতে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। দোকান সাজানো, ফুলের তোড়া তৈরি, বুকেট তৈরি, ফুল বাছাই শেষে এখন অপেক্ষা ক্রেতাদের। সময় বাড়ার সাথে সাথে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।
বিক্রেতাদের দাবি, সকালে ৪০ টাকায় লাল গোলাপ বিক্রি হলেও এখন বিক্রি করা হচ্ছে ৬০ টাকায়। ৬০ টাকা থেকে শুরু হয়ে আকারভেদে ও রঙভেদে গোলাপের দাম হাঁকানো হচ্ছে ১০০ টাকা পর্যন্ত। ক্রেতারাও নিচ্ছেন ভালোবাসা দিবসে প্রিয়জনকে ভালোবাসার প্রতীক হিসেবে ফুল উপহার দেওয়ার জন্য।
তবে ফুলের এই মূল্যবৃদ্ধিকে বিড়ম্বনা হিসেবে দেখছেন এমসি কলেজের শিক্ষার্থী জুবিন আক্তার। তিনি বলেন, সকাল ১১ টায় চৌহাট্টার একটি ফুল দোকান থেকে গোলাপ কিনেছি ৭০ টাকায়। আমার বন্ধুকে ভালোবেসে ফুল উপহার দিবে-এমন সিদ্বান্তে ৭০ টাকায়ও কিনতে বাধ্য হয়েছি। এটি আসলে ভালোবাসা দিবসের বিড়ম্বনা।
ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন, বছরের এ একটি মাস ফুলের ব্যাপক চাহিদা থাকে। বেচাকেনাও এ সময় অনেক বেশি হয়। তাই সকাল থেকেই কর্মচারীরা কাজ করে যাচ্ছে। বিকেল থেকেই বিক্রি বেড়েছে। ফুল ৪০ টাকা বিক্রি করেছি এখন সেটি আকারভেদে ৫০ টাকা থেকে দাম নেওয়া হচ্ছে। বাড়তি দামে কেনাও পড়েছে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সেই দাম সমন্বয় করে আমরাও দাম বাড়িয়েছি। গত ২-৪ দিন আগেও একটি গোলাপ ছিল ১০টাকা আজ তা ৫০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।
সিলেট নগরীর ফুলের দোকানগুলোতে ঘুরে দেখা যায়, আকার ও রঙভেদে প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা পিস। ছোট কিছু গোলাপ রয়েছে যেগুলো বিক্রি হচ্ছে ৫০ টাকায়। রজনীগন্ধা ফুলের স্টিক প্রতি পিস ২৫-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে রজনীগন্ধা ফুলের স্টিক ও গোলাপ ছোট আকৃতি তোড়া বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ৩০০ টাকায়। মাঝারি আকৃতির ফুলের তোড়া ৫০০ থেকে এক হাজার এবং বড় ফুলের তোড়া দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এএজেড