সিলেটেও বিএনপির সমাবেশের দিনে পরিবহন ধর্মঘট
ফাইল ফটো
সিলেটে বিএনপির সমাবেশের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকেই আলোচনায় ছিল ধর্মঘটের বিষয়টি। অবশেষে সেই পথেই পা রাখল সিলেট জেলা বাস মালিক সমিতি। সমাবেশের দিন শনিবার (১৯ নভেম্বর) বাস ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি। পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ বলছেন, রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিক্সা চলাচল বন্ধ করা, বৈধ অটোরিক্সাগুলোতে গ্রিল স্থাপন ও নতুন করে অটোরিক্সার নিবন্ধন না দেওয়াসহ কয়েকটি দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা বলছেন, এই ধর্মঘট পরিকল্পিত। এমনটি হওয়ার আশঙ্কা আমরা আগে থেকেই করেছি।
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ জানান, ধর্মঘটের সাথে সমাবেশের কোনো সম্পর্ক নেই। এর আগেও এই দাবিগুলো জানিয়ে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে কিছুই জানানো হয়নি। তাই বাধ্য হয়ে আমরা ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহণ করি। আহুত বাস ধর্মঘট শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পালিত হবে।
এ ব্যাপারে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেন, দেশের যত বিভাগে বিএনপি গণসমাবেশ করেছে সবগুলোতে আগে থেকে সরকারের নির্দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সিলেটেও এমনটি হওয়ার আশঙ্কা আমরা আগে থেকেই করেছি। তবে কোনও বাধাই আমাদের সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। ১৯ নভেম্বর পুরো সিলেট নগর জনসমুদ্রে পরিণত হবে। বিএনপির প্রত্যেক নেতা-কর্মীর লক্ষ্য হচ্ছে ১৯ নভেম্বরের বিভাগীয় জনসমাবেশ সফল করা। কোনও বাধা-বিপত্তিতে জনজোয়ার ঠেকানো যাবে না।
এদিকে নিত্য পণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মামলা থেকে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণসমাবেশ উপলক্ষে গত ১৫ দিন ধরে মাদ্রাসা মাঠে চলছে বিএনপির ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে মাঠ প্রস্তুত ও মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। বৃহস্পতিবারের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সিলেট বিএনপি।
এসআইএইচ