সিলেট মহিলা আ. লীগে পরিবর্তন: একই পথে হাঁটছে জেলা কমিটি
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেটে মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২ নভেম্বর অনুষ্ঠিত ওই সম্মেলনে জেলা ও মহানগরে আংশিক কমিটির নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। ঘোষিত কমিটিতে সিলেট মহানগরে সিটি কাউন্সিলর শাহানারা বেগমকে সভাপতি ও সাবিনা আনোয়ারকে সাধারণ সম্পাদক এবং জেলা কমিটিতে অ্যাডভোকেট সালমা সুলতানাকে সভাপতি ও হেলেন আহমদকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
কমিটি ঘোষণার তিন দিন পর ৫ নভেম্বর জেলা কমিটি ঠিক রেখে মহানগরের নতুন ঘোষিত কমিটি বাতিল করে আগের কমিটিকে পুনর্বহাল রাখার নির্দেশ পাঠায় কেন্দ্র। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক স্বাক্ষরিত নতুন বিজ্ঞপ্তিতে মহানগর কমিটিতে সভাপতি হিসেবে সিটি কাউন্সিলর শাহানারা বেগমকেই রাখা হয়েছে। তবে সাধারণ সম্পাদক পদে আগের কমিটির আছমা কামরানকে ফের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ঘোষিত কমিটিতে আছমা কামরানকে সহ-সভাপতি করা হয়েছিল।
এদিকে সম্মেলন পরবর্তী মহানগর কমিটির মতো পরিবর্তনের পথে হাঁটছে জেলা মহিলা আওয়ামী লীগ। তারা সম্মেলনের পর থেকেই এই কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দৃষ্টি কামনা করেছেন। একই সঙ্গে সোমবার (৭ নভেম্বর) সিলেটে আসা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিষয়টি তোলে ধরে হস্তক্ষেপ কামনা করেছেন জেলা কমিটির একটি অংশ।
অভিযোগ দেওয়ার বিষয়টি স্বীকার করে জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী বিলকিছ নুর বলেন, জেলার বেশ কয়েকজন নেতার নাম স্বাক্ষরিত অভিযোগপত্রে ত্যাগী নেতাদের অবমূল্যায়নসহ আর্থিক কেলেঙ্কারির অভিযোগও তুলে ধরা হয়েছে।
এসআইএইচ