শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ভালো নেই সিলেট মহানগর আওয়ামী লীগ

ভালো নেই সিলেট মহানগর আওয়ামী লীগ। চলমান অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন দলের ত্যাগী নেতাকর্মীরা। একই সাথে সিলেট সিটি করপোরেশেনের নির্বাচনও আগামী বছর। কিন্তু নির্বাচনকে সামনে রেখে চলমান কয়েকটি ওয়ার্ড কমিটির সম্মেলন পরবর্তী ক্ষুব্ধ দলের ত্যাগী নেতা-কর্মীদের। দলের মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের স্বেচ্ছাচারী কর্মকাণ্ড এখন দলীয় নেতাকর্মীদের মুখে মুখে।

পরিস্থিতি সমাধানে দলীয় প্রধান ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করে একাধিক চিঠি প্রেরণ করা হয়েছে কেন্দ্রে। এরই প্রেক্ষিতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আহবান করা হয়েছে। ৬ নভেম্বর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় চলমান বিক্ষুভের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিকে তৃণমূল নেতাদের বক্তব্য শোনার পূর্ব পর্যন্ত কোন ওয়ার্ড কমিটি গঠন না করতে কেন্দ্র থেকে মহানগর আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। বর্ধিত সভায় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন যোগ দেবেন বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের বিরুদ্ধে কেন্দ্রের কাছে নালিশ জানিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগে অধ্যাপক জাকিরের বিরুদ্ধে ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, আত্মীয়-স্বজন ও বিএনপি-জামায়াত পরিবারের সদস্যদের পদায়নের অভিযোগ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, গত সোমবার সিলেট মহানগরীর ৩, ৪, ৬ ও ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের বরাত দিয়ে অভিযোগকারী নেতাকর্মীরা বলেন, বর্ধিত সভায় অংশ নেওয়ার আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সকল অভিযোগ আরেকবার শুনবেন।

এরপর বর্ধিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা করবেন। সিলেটে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে যা যা করা প্রয়োজন সবই করা হবে বলে আশ্বস্থ করেন তারা। মহানগর সাধারণ সম্পাদকের উপর অনুরূপ আরও একটি অভিযোগ তোলে ধরে ২৬ নং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দও একটি পৃথক চিঠি প্রেরণের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

পৃথক লিখিত অভিযোগে ওয়ার্ড কমিটির নেতারা জানান, অধ্যাপক জাকির হোসেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে দলের মধ্যে ঐক্যের পরিবর্তে বিভাজন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওয়ার্ড কমিটিতে তিনি দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নিজের খেয়ালখুশিমতো আত্মীয়-স্বজন ও বিএনপি-জামায়াতের পরিবারের সদস্যদের হাতে নেতৃত্ব তুলে দিচ্ছেন। কমিটি গঠনে তিনি কোন নিয়ম-কানুনের তোয়াক্কাই করছেন না।

৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আতিকুর রব চৌধুরী জুয়েল স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করেন, তৃণমূলের নেতাকর্মীদের দাবি উপেক্ষা করে অধ্যাপক জাকির কাউন্সিল ছাড়াই তার ওয়ার্ডে কমিটি গঠন করেছেন। সবার মতামত উপেক্ষা করে তিনি কমিটিতে আবদুল হামিদ নামের একজনকে সভাপতি করেছেন। যিনি গেল সিটি নির্বাচনে বিএনপি নেতা কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন। আর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মাসুদ হচ্ছেন জাকিরের ভাগ্নে। মাসুদের এক ভাই বিএনপি ও আরেক ভাই জামায়াত নেতা।

৩নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে অভিযোগ দিয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ওয়ার্ডেও কাউন্সিল ছাড়া মাইম্যান দিয়ে পকেট কমিটি করেছেন অধ্যাপক জাকির। কমিটিতে নিজের আত্মীয়কে সাধারণ সম্পাদক করেছেন তিনি।

৪ নং ওয়ার্ডের পক্ষে অভিযোগ দিয়েছেন জাবের আহমদ। অভিযোগে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ করেন না এমন একজনকে ওয়ার্ড সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। পিয়ারু খান নামের ওই ব্যক্তিকে জাকির হোসেন নিজের ক্ষমতা বলে দায়িত্বে নিয়ে এসেছেন।

২৫নং ওয়ার্ডের অভিযোগ করেছেন সভাপতি প্রার্থী জাকির হোসেন। তিনি জানান- মহানগর সাধারণ সম্পাদক জাকির হোসেন বিতর্কিত ব্যক্তিদের দিয়ে এ ওয়ার্ডের পকেট কমিটি গঠন করেছেন। এতে ব্যাংক ডাকাতি মামলার আসামীর ভাই ও জুয়াড়িদের প্রাধান্য দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে জানতে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয় নি।
এএজেড

Header Ad
Header Ad

খিলগাঁওয়ের আগুনে পুড়ে ছাই ২০টি দোকান ও দুটি স’মিল

ছবিঃ সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের একটি স’মিলে শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৯টা ৩৫ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। আগুনে প্রায় ২০টি দোকান ও দুটি স’মিল পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে স’মিলে লাগা আগুন চারদিক ছড়িয়ে পড়ে।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘খিলগাঁওয়ের আগুনে আনুমানিক ২০টি দোকান এবং দুটি স মিল পুড়েছে। আগুনে হয়তো কেমিক্যাল ড্রাম বিস্ফোরিত হয়েছে; যার ফলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আরো চারটি ইউনিট ছিল, তবে সেগুলোকে কাজ করতে হয়নি।

লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আগুনে কেউ নিখোঁজ রয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। এ ছাড়া আমরা এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো সংবাদ পাইনি।’

আগুনের উৎসটি কি ছিল প্রাথমিকভাবে জানা গেছে কিনা প্রশ্ন করা হলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে বলা যাবে না তদন্ত ছাড়া। সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে নাকি স্যাবোটেজ হয়েছে— এই প্রত্যেকটা বিষয়ে আমাদের তদন্ত করে দেখতে হবে।

অনেকগুলো সোর্স থেকে আগুনের সৃষ্টি হতে পারে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তাই তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না।’
এদিকে, দুই ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে আগুন লাগার খবর পাই।

প্রথমে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরো সাতটি ইউনিট যোগ দেয়। এরপর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা।’

তবে স্থানীয় সূত্রে জানা যায়, স মিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে। উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ ও রাবারের কাঁচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, ‘ওই স মিল খিলগাঁও থানার কাছেই। পাশের একটি গাড়ির গ্যারেজেও আগুন ছড়িয়েছে। ক্রাউডের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছিল।

 

Header Ad
Header Ad

পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার  

ব্যবসায়ী আবুল বাসার ওরফে মিন্টু। ছবিঃ সংগৃহীত

রাজশাহী নগরীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকার কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হত্যা করে কাশবনে ফেলে দেওয়া হয়েছে লাশটি।

নিহত ব্যক্তির নাম আবুল বাসার ওরফে মিন্টু (৩৫)। পেশায় ব্যবসায়ী মিন্টু নগরীর মির্জাপুর পূর্বপাড়া মহল্লার বাসিন্দা। বিনোদপুর বাজারে তার ইলেকট্রিক ব্যবসার দোকান আছে।

নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, কাশবনে ঘুরতে আসা কয়েকজন লাশটি দেখে পুলিশে খবর দেয়। ঘুরতে আসা অনেকে লাশের ছবিটি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে। জানাজানির পর নিহতের পরিবার ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করে।

আশরাফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে মিন্টুর খোঁজ পাচ্ছিল না পরিবার। কাশবনে তার মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল। পলিথিনের ওপর স্কচটেপ প্যাঁচানো ছিল।

ওসি আরও বলেন, ‘আলামত দেখে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে।’

Header Ad
Header Ad

সার্ক পুনরুজ্জীবনের প্রশ্নে বাংলাদেশকে যে বার্তা দিলো ভারত

ওমানের মাসকটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক। ছবি: সংগৃহীত

সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারত- বাংলাদেশের মধ্যকার উক্ত বৈঠকের আলোচ্য বিষয়ে কিছু তথ্য তুলে ধরেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

তিনি বলেন, মাস্কাটে ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গটি তুলেছিলেন। দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কী ধরনের কর্মকাণ্ড সার্ককে কোণঠাসা করে রেখেছে। তৌহিদ হোসেনকে জয়শঙ্কর এ কথাও বলেছেন, সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয়।

ব্রিফিংয়ে বাংলাদেশের কোনো কোনো উপদেষ্টার কিছু কিছু মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত এসব মন্তব্য নজরে রেখেছে। ওই ধরনের মন্তব্য ও বাংলাদেশের সঙ্গে কাজকর্মে তার প্রভাব–প্রতিক্রিয়ার বিষয়ও ভারতের গোচরে রয়েছে।

তিনি বলেন, এ ধরনের মন্তব্য অবশ্যই সহায়ক নয়। এর প্রতিক্রিয়া কী, তা তাদেরই ভেবে দেখা দরকার।

নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মহাপরিচালকদের বৈঠক সদ্য শেষ হয়েছে। গত বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক এক প্রশ্নের জবাবে বলেছিলেন, বাংলাদেশে ৫ আগস্টের পালাবদলের পর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগগুলো অতিরঞ্জিত, মিডিয়ার সৃষ্টি।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কী হয়েছে, সে বিষয়ে সবাই অবগত। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বারবার প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই প্রসঙ্গ উত্থাপন করেন। যুক্তরাষ্ট্রকেও এ বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

খিলগাঁওয়ের আগুনে পুড়ে ছাই ২০টি দোকান ও দুটি স’মিল
পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার  
সার্ক পুনরুজ্জীবনের প্রশ্নে বাংলাদেশকে যে বার্তা দিলো ভারত
জামায়াতের আমিরকে যানজট মুক্ত করতে গিয়ে প্রাণ দিলেন কর্মী
সুনামগঞ্জের মধ্যনগরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা  
একুশে টিভির জিডি, কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জামায়াত  
আফ্রিকার রানের চাপে বড় ব্যবধানে হারলো আফগানিস্তান
আগামীকাল দুই বিভাগে বৃষ্টি হতে পারে
অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬১
খিলগাঁওয়ে স-মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পশ্চিম তীরে নতুন করে হামলার নির্দেশ দিলেন নেতানিয়াহু
মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন রেফারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোলে হয়নি দুই বাংলার মিলন মেলা
মাতৃভাষার গুরুত্ব ও ভবিষ্যৎ প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস
চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: তিন দিন পর মামলা, আতঙ্কে যাত্রীরা
বিপ্লবের আত্মত্যাগ উন্নত বাংলাদেশের পথে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে : পররাষ্ট্রসচিব
জাতিসংঘের প্রতিবেদনে ২০২৪ সালে আওয়ামী সরকারের পতনের কারণ উদঘাটন
চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে মাসে ৪০ কোটি টাকা বেতন পাবেন হামজা চৌধুরী
পবিপ্রবিতে আবাসিক হলগুলোর নাম পরিবর্তন, মুছে ফেলা হলো শেখ পরিবারের নাম