সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে যুবকের মৃত্যু
সীমান্তের ওপার থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে গর্তে পড়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম রুবেল মিয়া( ২৮), সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের কেনু মিয়ার ছেলে। এ সময় শরাফত আলী (১৮) নামের আরেকজন শ্রমিক আহত হয়েছেন। তিনি একই গ্রামের আমজদ আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে ট্যাকেরঘাট সীমান্তের ১২শ এস পিলারের বুরুঙ্গাচড়া নামক পাহাড়ি চড়া দিয়ে চোরাই পথে ভারতের ভিতরে কয়লা আনতে যান রুবেলসহ আরো কয়েকজন শ্রমিক। একপর্যায়ে কয়লা কুড়াতে কুড়াতে পুরনো গর্তের মধ্যে পড়ে রুবেল ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এসময় তাকে উদ্ধার করতে গিয়ে তার সঙ্গে থাকা শরাফত আলীকেও আহত হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে কয়লা উত্তোলনের সময় সঙ্গে থাকা অন্য শ্রমিকরা নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে বাংলাদেশ অভ্যন্তরে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে ট্যাকেরঘাট বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মুক্তার হোসেন বলেন, বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্তের উপরে চোরাইপথে কয়লা আনতে গিয়ে একজন মারা গেছে। অপর এক শ্রমিক আহত হয়েছেন শুনেছি।
এএজেড