লিবিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যু, বাবার হত্যা মামলা
ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক যুবককে হত্যার অভিযোগ এনে মামলা করেছেন বাবা। সোমবার (৩ অক্টোবর) ওই যুবকের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
নিহত একুয়ান ইসলাম(১৯) উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা তরিকুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে ওসি মিজানুর রহমান বলেন, মামলার ৪ আসামির মধ্যে দুজন প্রবাসে। বাকি দুজন পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মামলা দায়েরের বিষয়ে একুয়ানের বাবা তরিকুল ইসলাম বলেন, জায়গা-জমি বিক্রি করে ১৯ লাখ টাকা দিয়েও ছেলেকে বাঁচাতে পারলাম না। এখন শুধু আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।
প্রসঙ্গত, গত বছরের ১৩ এপ্রিল উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের লিবিয়ায় অবস্থানরত দালাল আলী হোসেনের মাধ্যমে ৭ লাখ টাকায় ইতালি পৌঁছে দেওয়ার চুক্তিতে লিবিয়া যায় একওয়ান ইসলাম। সেখানে পৌঁছানোর পর দালাল চক্র তাকে আটক করে অমানবিক নির্যাতন চালায় এবং মাফিয়ার হাত থেকে প্রাণ রক্ষার কথা বলে ২৩ এপ্রিল আরও ৭ লাখ টাকা একওয়ানের পরিবার থেকে নেয়। চলতি বছরের ১৫ জুন ফের আরও ৫ লাখ টাকার বিনিময়ে তাকে ইটালি পাঠানোর কথা বলে একওয়ানের পরিবারের সঙ্গে চুক্তি হয় দালাল আলী হোসনের। চুক্তির দুই দিন পর একওয়ানের বাবা দালালদের কাছে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা জানায় একওয়ান ১৬ জুন মারা গেছে। তিন মাস পরে গত বৃহস্পতিবার লিবিয়া ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় একওয়ানের মরদেহ দেশে আসে। পরদিন শুক্রবার বিকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে একওয়ানের মরদেহ দাফন করা হয়।
এসআইএইচ