শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পৌর শহরের সড়কে গাড়ি চলে হেলেদুলে, দুর্ভোগ চরমে

সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলে হেলেদুলে। এ দশা এক-দুই দিনের নয়, এভাবে চলছে বছরের পর বছর। খানাখন্দে ভরা ভাঙা সড়কটিতে চলার উপায় নেই। কিন্তু না চলেও উপায় নেই বাসিন্দাদের। তবুও জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের নজর নেই বলে অভিযোগ স্থানীয়দের।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর-ধাড়ারগাঁও সড়কটির বেহাল অবস্থা। খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। সড়কে থাকা বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশাসহ ছোট-বড় অসংখ্য যানবাহন। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষ।

সুনামগঞ্জের জনবহুল ও জনবসতিপূর্ণ নবীনগর-ধাড়ারগাঁও সড়ক দিয়ে নবীনগর, ধারারগাঁও, হালুয়ারঘাটসহ সুরমা নদীর ওপারে ৩ ইউনিয়নের লাখো মানুষকে প্রতিদিনই অফিস-আদালত, স্কুল-কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, হাট-বাজারসহ জরুরি কাজে যাতায়াত করতে হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ষোলঘর পয়েন্টে ও নবীনগর-ধারারগাঁও প্রধান সড়কের বেশ কয়েকটি স্থানে বড় আকারে ভাঙা। সড়কের পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের কোনো কোনো অংশ কাদা পানিতে সয়লাব হয়ে গেছে। এসব সড়ক দিয়ে হাঁটাও ভীষণ কষ্টকর।

শহরের নবীনগর এলাকার অটোরিকশাচালক জমির হোসেন ঢাকাপ্রকাশ-কে বলেন, রোগী লুইয়া এই রাস্তা বায়দি যাওয়াই যাইত না। প্রেগন্যান্ট একটা মহিলা লুইয়া গেলে আর মেডিকেল লুইয়া যাওয়া লাগত না, ইকানোই বাইচ্ছা হইা যাইব রাস্তার যে খারাপ অবস্থা। বেশিরভাগ গাড়ি উল্টি যায়, এক্সিডেন্ট হয় শুধু এই রাস্তার কারণে। এই রাস্তা মানুষের জন্য ক্ষতিকর। আমাদের রাস্তাটার যদি উন্নয়ন হইত তাইলে আমরা শান্তি পাইলামনে।

এ ছাড়া সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টের বহু ব্যস্ততম সড়কটিও। ষোলঘর পয়েন্টের সড়কটিতে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গর্তগুলো এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। গর্তের অনেক জায়গায় জমে আছে পানি। আবার অনেক জায়গায় গাড়ি চলার সময় আশপাশ ধুলাময় আবার কোথাও কাদাময় হয়ে যাচ্ছে। বিশাল গর্তে গাড়ি আটকে সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় এলাকার লক্ষাধিক মানুষ।

ষোলঘর এলাকার বাসিন্দা রুবেল মিয়া ঢাকাপ্রকাশ-কে বলেন, সড়কটি ভাঙার কারণে ব্যস্ততম সড়ক ষোলঘর পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। একবার যানজটের সৃষ্টি হলে ঘণ্টা-দেড়ঘণ্টা লেগে যায়। এই ভাঙায় গত কিছু দিন আগে এক গরিব ছেলের চটপটি-ফুসকার গাড়ি উল্টে অনেক ক্ষতি হয়ে যায়। আমরা সুনামগঞ্জ মেয়র সাবরে অনুরোধ কররাম যত দ্রুত পরইন এই রাস্তাটা কামটা কইরা দেউক্কা। আমরার এই ভোগান্তি দূর করুক্কা।

ব্যস্ততম এ সড়ক দিয়ে প্রতিদিন পৌর শহরের ষোলঘর, বনানীপাড়া, মোহাম্মদপুর, মাইজবাড়ি, ও দোয়ারাবাজার উপজেলা, ছাতক উপজেলার কয়েক শতাধিক অটোরিকশা-প্রাইভেটকার, ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রতিনিয়তই ঘটছে দুঘর্টনা। কিন্তু এই দুটি সড়ক মেরামত করার যেন কেউ নেই। সড়কটিতে দুর্ভোগের শেষ নেই, কাদা পানিতে হাঁটার কারণে নষ্ট হচ্ছে মানুষের জামা-কাপড়। পাশাপাশি যানবাহন মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, এ ভাঙা সড়কে স্থানীয় বাসিন্দাদের বহুবার দুর্ঘটনার মধ্যে পড়তে হয়েছে। তবে সমাধানে কেবল প্রতিশ্রুতি দিয়েই দায় সেরে আসছেন জনপ্রতিনিধিরা।

ষোলঘর এলাকার এক যুবক ঢাকাপ্রকাশ-কে বলেন, ষোলঘর রাস্তার বেহাল অবস্থা। এখানে প্রতিদিন একটার পর একটা গাড়ি উল্টে মানুষের অনেক ক্ষতি হয়। পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই রাস্তাটা পুরোপুরি ঠিক করে দেন। আপনারা যদি এই রাস্তাটার কাজ না করান তাহলে দেখবেন একদিন আপনাদের বিপরীত হয়ে যাচ্ছে। মানুষগুলো আর থেমে থাকবে না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রাস্তাটি ঠিক করে দেন।

মতিন আহমেদ নামে এক স্থানীয় বাসিন্দা ঢাকাপ্রকাশ-কে বলেন, দীর্ঘদিন ধরে এই পয়েন্টের বেহাল অবস্থা। আমরা ফেসবুকে পোস্ট করি কারণ কাউকে বলতে পারি না। আমরা কাকে বলব? এলাকার কোনো সমস্যা দেখি তাহলে ফেসবুকে পোস্ট করি, কেউর যদি তনত লড়ে, বা কেউ যদি মনে কয় উন্নয়ন করার ইচ্ছা আছে তাইলে করব। আর না যদি ইচ্ছা হয় তাইলে এলাকার উন্নয়ন করত না, আমরার তো আর শক্তি নাই।

এ ব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল ঢাকাপ্রকাশ-কে বলেন, ষোলঘর-নবীনগর রাস্তাটি বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আগেও রাস্তাটি খারাপ ছিল, কিন্তু আমরা ইটের কুয়া ফেলে মেরামত করে দেই। কিন্তু বন্যার পর আবারও নষ্ট হয়ে যায়। আমরা এই প্রকল্পটি ঢাকা প্রজেক্ট অফিসে পাঠিয়েছি। প্রায় এক কোটি টাকার উপরে খরচ হবে। প্রকল্প অফিস থেকে পাস হয়ে আসলেই আমরা রাস্তাটা করে দিব।

এসজি

Header Ad
Header Ad

পাঁচ সাংবাদিক বরখাস্তের জন্য সরকার দায়ী নয়: প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

সময় টিভির পাঁচ সাংবাদিকের বরখাস্তের জন্য সরকারকে দায়ী করা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এর জন্য একমাত্র সিটি গ্রুপই দায়ী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব কথা বলেন।

ড. ইউনূসের প্রেস সচিব বলেন, বারবার আমরা বলেছি, আমরা কোনো সংবাদমাধ্যমের কার্যক্রমে হস্তক্ষেপ করি না। যদি কেউ প্রমাণ দিতে পারে যে কোনো সরকারি কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কোনো সাংবাদিককে নিয়োগ বা বরখাস্তের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন বা কোনো সংবাদ প্রকাশ বা বন্ধ করতে চাপ দিয়েছেন, আমাদের জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এর আগেও ‘আমদের সময় সময় পত্রিকা এবং বৈশাখী টিভির ক্ষেত্রে এমন পদক্ষেপ নিয়েছি।

শফিকুল আলম আরও বলেন, আমাদের সরকার ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছে মানে এই নয় যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্দেশ মেনে চলি। যদি আমরা তা করতাম, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সময় টিভিতে গিয়ে প্রতিবাদ করতে হতো না। তারা আমাদের কাছে তাদের দাবি জানাত এবং আমরা তা সিটি গ্রুপকে কার্যকর করতে বলতাম।

বিবৃতিতে শফিকুল আলমের অভিযোগ, কিছু রাজনৈতিক নেতা সংবাদমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে তাদের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মিল রেখে সাংবাদিকদের নিয়োগ দিতে বাধ্য করছেন।

তিনি বলেন, সময় টিভি সাংবাদিকদের বরখাস্ত করার পরিবর্তে সংবাদ সম্মেলন করে বলতে পারত যে, তারা শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে কোনো সাংবাদিককে বরখাস্ত করবে না। কিন্তু তারা সেই পথে না গিয়ে সাংবাদিকদের বরখাস্ত করে নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতেও বিভিন্ন অধিকার সংগঠন ও অ্যাডভোকেসি গ্রুপ সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তোলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সংবাদমাধ্যমের মালিকপক্ষ সেই চাপ মোকাবিলা করে। অথচ সিটি গ্রুপ এ ক্ষেত্রে ভিন্ন পথ বেছে নিয়েছে।

সাংবাদিকদের চাকরিচ্যুতের ঘটনায় সিটি গ্রুপের ভূমিকা উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সমালোচকরা শেখ হাসিনার একনায়কত্বের সময় সময় টিভির ‘সাংবাদিকতা’ নিয়ে কথা বলেননি। বরং তারা মিথ্যা তুলনা করে বর্তমান পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন।”

Header Ad
Header Ad

জাহাজে ছেলে খুন, পুত্রশোকে বাবার মৃত্যু

ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে এমভি আল-বাখেরা জাহাজে সম্প্রতি সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরেকটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিহত সাতজনের একজন, মাগুরার সজীবুল ইসলামের মৃত্যু শোক সইতে না পেরে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে তার বাবা দাউদ মোল্লা মারা গেছেন।

গত সোমবার ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে দাউদ মোল্লা এক মুহূর্তের জন্য শান্ত হতে পারেননি। কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গতকাল রাত পৌনে ১২টায় বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সজীবুলের মামা আহাদ সরদার দাউদ মোল্লার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আজ সজীবুলের বিয়ের পাঁচ মাস পূর্ণ হলো। স্বপ্ন ছিল পদোন্নতি পেলে বড় জাহাজে চাকরি করবে। সব শেষ হয়ে গেল।

পাঁচ বছর ধরে জাহাজের বিভিন্ন পদে চাকরি করেছিলেন সজীবুল ইসলাম। সম্প্রতি জাহাজের চাকরিতে পদোন্নতি পেতে পরীক্ষা দিয়েছিলেন। সেই ফলাফলের অপেক্ষায় ছিলেন। মাঝের এই সময়টায় বসে না থেকে সপ্তাহ দুয়েক আগে এমভি আল-বাখেরা জাহাজে গ্রিজার পদে চাকরি নেন।

সজীবুল ইসলামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, জাহাজে হত্যার শিকার সজীবুলের বাবা দাউদ মোল্যার মৃত্যুর সংবাদ রাতেই জানতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাগুরার মহম্মদপুর ও নড়াইল সীমান্তবর্তী কয়েকটি ইউনিয়নের বহু মানুষ জাহাজে চাকরি করেন। এর আগে ২০২২ সালের অক্টোবরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি সুলতান সানজানা নামের লাইটার জাহাজডুবির ঘটনায় মহম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নের চারজন নিহত হন।

সোমবার এমভি আল-বাখেরা নামের ওই জাহাজ থেকে মোট সাতজনের রক্তাক্ত দেহ উদ্ধার করে নৌ পুলিশ। এর মধ্যে পাঁচজনকে পাওয়া যায় মৃত অবস্থায়। দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর বাইরে গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চাঁদপুরের হাইমচরের ঈশানবালা খালের মুখ এলাকায় মেঘনা নদীর একটি ডুবোচরে এমভি আল-বাখেরা নামের জাহাজটি নোঙর করা ছিল। গত সোমবার বেলা তিনটার দিকে নৌ পুলিশ লাশগুলো উদ্ধার করে।

নৌ পুলিশ জানিয়েছে, জাহাজের কর্মীদের ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। কারও মাথায় গভীর আঘাত, কারও গলা কাটা, শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। এই হত্যাকাণ্ড শুধু ওই সাতজনের জীবন কেড়ে নেয়নি, তাদের স্বজনদেরও চরম শোক ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সজীবুলের বাবার মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক বাস্তবতার আরেকটি অধ্যায় যোগ করেছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের নৃশংস ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Header Ad
Header Ad

ক্রীড়া উপদেষ্টা আপাতত ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস করবেন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আরও তিনটি মন্ত্রণালয়ের মতো পুড়ে ছাই হয়ে যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও। ফলে সেখানে এখন দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা অসাধ্য।

জানা গেছে, আপাতত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্য কর্মকর্তারা আপাতত যাবতীয় দাপ্তরিক কাজ করবেন জাতীয় ক্রীড়া পরিষদসহ অন্য অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে।

তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন কাল। ক্রীড়া মন্ত্রণালয়ের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মন্ত্রণালয়ের আওতাধীন কিছু প্রতিষ্ঠানে দাপ্তরিক কার্যক্রম চলবে।

বর্তমান পরিস্থিতিতে ক্রীড়া মন্ত্রণালয়ের আরও কয়েকজন কর্মকর্তা জাতীয় ক্রীড়া পরিষদের ষষ্ঠ তলায় কনফারেন্স কক্ষ, নবম তলায় মিনি সভা কক্ষ ও শূন্য থাকা পরিচালক কক্ষ এবং সপ্তম তলায় কিছু কক্ষও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাময়িক ব্যবহারের জন্য বরাদ্দ করা হচ্ছে। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনে ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনেও মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করবেন বলে জানা গেছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাঁচ সাংবাদিক বরখাস্তের জন্য সরকার দায়ী নয়: প্রেস সচিব শফিকুল আলম
জাহাজে ছেলে খুন, পুত্রশোকে বাবার মৃত্যু
ক্রীড়া উপদেষ্টা আপাতত ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস করবেন
সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস
পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আ’লীগ নেত্রী  
গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০
ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ থেকে
দাঁড়িয়ে থাকা করমিনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের
জাহাজে ৭ খুন: অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকেরা  
জেসিও আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত: আইএসপিআর
৯৯৯ থেকে কল এলে সাবধান!
আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা, ব্যবস্থা নেয়নি বিমানের কর্তারা
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি
মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং  
ইয়েমেনের বিমানবন্দর-বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা  
সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
তিব্বতে ‘বিশ্বের বৃহত্তম’ জলবিদ্যুৎ বাঁধ তৈরি করবে চীন  
ফায়ার ফাইটার নয়ন এর বাড়ীতে শোকের মাতম চলছে
চট্টগ্রামের এক ইঞ্চি মাটিতে হাত দিলে কারও চোখ থাকবে না: ব্যারিস্টার ফুয়াদ  
সেন্টমার্টিন থেকে ফেরার পথে নষ্ট জাহাজ, মাঝপথে আটকা ৭১ যাত্রী