সংঘবদ্ধ দলের হামলায় ছয় ডিবি পুলিশ আহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়ারীদের হামলায় পাঁচ ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামে ঘটনাটি ঘটে৷
এ ঘটনায় আহতরা হলেন, জেলা ডিবি পুলিশের এসআই মো. মাজহারুল ইসলাম, কনষ্টেবল জীবন আহম্মেদ, ইমরান হোসেন, চন্দ্র শেখর মুখার্জী, শাওন রায় ও মোকারাবি৷
এলাকাবাসী জানান, রাতে উপজেলার রাজপাড়া গ্রামের গাংপার এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় ডিবি পুলিশ৷ সেখান থেকে তিনজনকে আটক করে তাঁরা,পরে জুয়ারীদের ধরে নিয়ে যাবার সময় আসামীদের সহযোগীরা ডাকাত ডাকাত বলে চিৎকার করে ডিবি পুলিশের গাড়ীতে হামলা করে,পরে গ্রামবাসীরাও হামলায় যোগ দেয়৷।
এসময় হামলাকারীরা ডিবি পুলিশকে আহত করলে আটক তিন জুয়ারী গাড়ী থেকে পালিয়ে যায়। পরে পালিয়ে যাওয়া আসামী রাজপাড়া গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে কাউছার মিয়াকে আটক করে ডিবি পুলিশ৷ জেলা গোয়ন্দা শাখার ওসি মো. আশরাফুল ইসলাম হামলার বলেন, কোন হামলা হয়নি। আসামী ধরতে গিয়েছিলো, একজনকে ধরেছে।
তবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টারে দেখা যায়, রাত ১২ টায় ওই পাঁচ ডিবি পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে তিনজনের শরীরের হাত, পা ও মাথায় আঘাতের বিবরন রেজিস্টারে লেখা আছে। এদিকে আটককৃত আসামী কাউসার মিয়ারও চিকিৎসা নেওয়ার তথ্য রেজিস্টারে পাওয়া গেছে৷
হামলায় আহত ডিবির এসআই মাজহারুল জানান,১৫/১৬ জনের একটা সংঘবদ্ধ দল হামলা চালিয়েছিলো আমাদের উপর৷ একটা জুয়ার মামলা হয়েছে আরেকটি পুলিশ এ্যসল্ট মামলাও করা হবে তাঁদের বিরুদ্ধে৷
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় বলেন, হামলার ঘটনা আমার জানা নেই। তবে একটি জুয়ার মামলা হয়েছে।
এএজেড