চা শ্রমিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
চা শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন একটি সংগঠনের আবির্ভাব হয়েছে। সংগঠনটির নাম 'বাংলাদেশ চা শ্রমিক অধিকার পরিষদ'। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে 'বাংলাদেশ চা শ্রমিক অধিকার পরিষদ' নামের সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক মোহন রবিদাস।
সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ছাত্র যুব ঐক্য পরিষদের নেতা মোহন রবিদাসকে। আর সংগঠনের সদস্য সচিব অবান তাঁতি। তিনি কালীঘাট চা বাগানের পঞ্চায়েত সভাপতি।
এর আগে দুপুরে দেশের বিভিন্ন ভ্যালির চা বাগানগুলোর পঞ্চায়েত প্রধানদের নিয়ে কালীঘাট চা বাগানের নাটমন্দিরে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে চলমান আন্দোলন এগিয়ে নিতে ও চা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।
তিনি বলেন, চা শ্রমিকদের চলমান আন্দোলনকে বেগবান করার জন্য তারা একটি নতুন সংগঠন করেছেন। সেখানে আহ্বায়ক হিসেবে আছেন কালীঘাট চা বাগানের পঞ্চায়েত সভাপতি অবন তাঁতি। নারী বিষয়ক নেত্রী হিসেবে আছেন বাংলাদেশ নারী চা কন্যা সংগঠনের সভাপতি খাইরুন আক্তার।
মোহন আরও বলেন, দেশের সব বাগানের পঞ্চায়েত সভাপতি সম্পাদক এবং প্রতিটি চা বাগানের দু'জন করে ছাত্র-যুবককে নিয়ে এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি হবে।
এদিকে চা শ্রমিকদের দাবি বিবেচনায় শনিবার পর্যন্ত সময় নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এ কারণে শনিবার পর্যন্ত ধর্মঘট অব্যাহত রেখে বাগানে বাগানে আন্দোলন হবে। তবে দাবি মানা না হলে রবিবার নতুন কর্মসূচির ঘোষণা করবে সংগঠনটি।
এএজেড