চা শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ, ধর্মঘট প্রত্যাহার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। চা শ্রমিকদের নতুন মজুরি ১৪৫ টাকা করা হয়েছে। নতুন মজুরি নির্ধারণের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল।
শনিবার (২০ আগস্ট) বিকাল ৪টায় মৌলভীবাজারের শ্রম অধিদপ্তর কার্যালয়ে আন্দোলনরত চা শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য আব্দুস শহীদ। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী।
সংসদ সদস্য আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রী চা শ্রমিকদের মজুরি আপাতত ১৪৫ টাকা করতে বলেছেন। প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে এলে চা শ্রমিকদের দাবি-দাওয়াগুলো নিয়ে বসবেন।
এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আন্দোলন স্থগিতের ঘোষণা দেন চা শ্রমিক নেতারা।
সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, এনএসআই এর জয়েন্ট ডিরেক্টর মো. বজলুর রহমান, জেলা পুলিশ সুপার মো. জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মিঠুন প্রমুখ।
চা শ্রমিকের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সাধারণ সম্পাদক রামভোজন কৈরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ এ কন্দ, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরাসহ চা শ্রমিক নেতারা।
এসজি/