কাল বিক্ষোভ মিছিল করবে চা শ্রমিকরা
সপ্তম দিনের মত চলছে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন৷ চলমান শ্রমিক ধর্মঘট সপ্তম ছয় দিন পেয়িয়ে আজ সপ্তম দিন চলছে৷ আজ সকাল থেকেই দেশের প্রতিটি চা বাগানে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেন শ্রমিকরা৷ মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্রগ্রামসহ দেশের সবগুলো বাগানে এগারো দিনের মত চলছে আন্দোলন৷ আর ধর্মঘটের পেরিয়ে গেছে সাতদিন৷ এদিকে আগামীকাল সারাদেশের চা বাগান লাগোয়া শহরগুলোতে বিক্ষোভ মিছিল করার ঘোষনা দিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন৷
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানান, আগামীকাল দেশের প্রতিটি চা বাগান লাগোয়া শহরগুলোতে বিক্ষোভ প্রদর্শন করবো আমরা৷ হবিগঞ্জ, চট্রগ্রাম, সিলেট, মৌলভীবাজারে আগামীকাল দুপুরে একযোগে বিক্ষোভ মিছিল করা হবে৷ যতদিন আমাদের মজুরি বৃদ্ধির দাবী মানা না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে৷ এদিকে সপ্তম দিনেও মৌলভীবাজারের চা বাগানগুলোতে চা পাতা তোলা ও প্রক্রিয়াজাতকরন বন্ধ রয়েছে৷
সরেজমিনে জেলার ভাড়াউড়া চা বাগান, ভুড়ভূড়িয়া চা বাগান,ফুলছড়া চা বাগান ও লাখাইছড়া চা বাগানে গিয়ে দেখা যায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাস্তার পাশে বসে মজুরি বৃদ্ধির জন্য সমাবেশ করছেন৷ এদিকে, মজুরি বৃদ্ধির দাবীতে চা শ্রমিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাগছড়া চা বাগান আঞ্চলিক শাখার উদ্যোগে চা ছাত্র জনতার সমাবেশ ও মিছিল ও অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানে ছাত্র ইউনিয়ন আয়োজিত সংহতি সমাবেশে জাগছড়া চা বাগান আঞ্চলিক শাখার আহ্বায়ক টমাস দাস এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সবুজ বাউরির সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় সদস্য ছাত্রনেতা পিনাক দেব, মৌলভীবাজার জেলা সংসদ এর সাধারণ সম্পাদক প্রশান্ত কৈরি, শ্রীমঙ্গল উপজেলা সংসদ এর সভাপতি আদি সরকার রনি, সাধারণ সম্পাদক স্বাধীন দেব, সদস্য জয় নুনিয়া, জাগছড়া চা বাগানের চা শ্রমিক সন্তান ও সাধারণ শিক্ষার্থী পঞ্চম তাঁতী, শুভ মুন্ডা।
সমাবেশে চা শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাগছড়া চা বাগানের পঞ্চায়েত সম্পাদক জয়রাম পাশী, স্থানীয় জনপ্রতিনিধি, ওয়ার্ড সদস্য মিঠুন সিং, মানবতার ডাক সমাজকল্যাণ সংগঠন এর সভাপতি রিপন মৃধা প্রমুখ। এ সময় বক্তারা চা শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং মালিক পক্ষের স্বেচ্ছাচারী আচরণ ও সরকারের নিরব ভূমিকার তীব্র নিন্দা জানান। উক্ত সমাবেশ থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত চা বাগানের ছাত্রদের নিয়ে শ্রমিকদের সাথে তীব্র অ্যান্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন৷ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাগান প্রদক্ষিণ করে।
এএজেড