শ্রীমঙ্গলে চা বাগানে টিলার মাটি ধসে ৪ নারী নিহত
ফাইল ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড় ধসে একই পরিবারের দুই জনসহ চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছাড়া চা বাগানে এই ঘটনাটি ঘটে। ঘটনায় নিহতরা হলেন হীরামনি ভৌমিক (৩৪), পূর্ণিমা ভৌমিক (২৩), রাধা ভৌমিক (৩৪) ও রীনা ভৌমিক (২৩)। তাঁরা সবাই লাখাইছড়া চা–বাগানের বাসিন্দা। হীরামনি ও পূর্নিমা সম্পর্কে জা হয়৷ জানা যায় সকালে ঘর লেপার জন্য টিলার নিচ থেকে মাটি আনার সময় পাহাড় ধসে পরে৷ এসময় মোট পাঁচজন মাটির নিচে চাপা পরেন৷ এদের মধ্য চারজন মাটি চাপা পরে মারা যান৷ দুইজনকে জীবিত উদ্ধার করা হয়৷
বেঁচে ফেরা অঞ্জনা ভুমিজ জানান,সকালে ঘর লেপার জন্য তাঁরা সাতজন নাটি আনতে ঘরের পাশে উড়িষ্যাটিলায় গিয়েছিলেন৷ সেখানে মাটি খোঁড়ার একপর্যায়ে তাঁদের উপর টিলা ধসে পড়ে৷ তখন মৃত চারজন সম্পূর্নভাবে মাটি চাপা পড়েন আর আমার কোমড় পর্যন্ত দেবে যায় ৷ পরে আমি চিৎকার করলে স্থানীয়রা আমাকে উদ্ধার করেন৷
উদ্ধারকারী হৃদয় কন্দ জানান,মাটি ধসার শব্দ শুনে আমরা তিন জন দৌড়ে সেখানে যাই৷ গিয়ে অঞ্জনাকে টেনে বের করি৷ বাকিরা পুরোপুরি মাটি চাপা পড়ায় তাঁদেরকে বের করতে সময় লেগেছে৷ সবাই মিলে কোদাল খন্তি দিয়ে মাটি সরিয়ে বাকি চারজনকে উদ্ধার করি৷
এদিকে ওই চারজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর করর্তব্যরত ডাক্তার তাঁদের মৃত ঘোষনা করেন৷ নিহত চারজনই লাখাইছড়া চা বাগানের শ্রমিক বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ৷
এদিকে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস শহীদ ,তিনি নিহত প্রত্যেক ব্যাক্তির পরিবার কে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দেন পাশাপাশি ফিনলে চা বাগান কর্তৃপক্ষও প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দিয়েছে৷
এএজেড/এসএন