সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ বাবার মৃত্যু
সিলেটে সড়ক দুর্ঘটনায় ৪০ দিনের শিশুসহ প্রাণ হারালেন বাবা। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়া ও তার ৪০ দিন বয়সী শিশু সন্তান রাহী আক্তার আদরী। আহতরা হলেন- রুবেল মিয়ার স্ত্রী কাজল আক্তার, কাজল আক্তারের ভাই নরসিংদী সদর উপজেলার ফোড়দিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল আহমদ ও তার স্ত্রী আনিকা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, জাফলং বেড়াতে যাওয়ার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে জৈন্তাপুরের লক্ষ্মীপুর খালে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শিশু আদরীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকি আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশু আদরীর পিতা রুবেল মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনা ও হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, প্রাইভেটকারযোগে রুবেল মিয়ার পরিবার নরসিংদী থেকে জাফলংয়ে বেড়াতে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন রাসেল আহমদ।
তিনি আরও বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন।
এসআইএইচ