মৌলভীবাজারে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার
মৌলভীবাজারের ধরকাপন এলাকা থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে ধরকাপন এলাকার জসিম মিয়ার বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে বনবিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
স্থানীয় বাসিন্দা জসিম মিয়া গতকাল (শুক্রবার) রাতে বাসায় ফেরার সময় কুকুরের আক্রমণে আহত একটি লজ্জাবতী বানর দেখতে পান। পরে বানরটিকে তিনি তার বাসায় নিয়ে যান এবং শনিবার দুপুরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা বনবিভাগের সহায়তায় প্রাণীটিকে উদ্ধার করে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, গত বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রাণীটি আহত অবস্থায় ধরকাপন এলাকায় ঢুকে পড়ে। পরে এলাকার লোকজন প্রাণীটিকে আটকে রাখে। আজ আমাদের সঙ্গে যোগাযোগ করলে বনবিভাগের সহযোগিতায় প্রাণীটি উদ্ধার করি।
তিনি আরও বলেন, লজ্জাবতী বানর দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। এটি দুর্লভ প্রাণী। এর ইংরেজি নাম Bengal slow loris আর বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। এরা বনের উঁচু গাছে থাকে।
মৌলভীবাজার বন ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রাণীটিকে পর্যবেক্ষণের জন্য বনবিভাগের কাছে রাখা হয়েছে। প্রাণীটি সুস্থ হলে খুব দ্রুতই বনে অবমুক্ত করা হবে।
এসজি/