আওয়ামী লীগ এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে: শফিকুর রহমান
পথসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ আমাদের এই দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রংপুরের মিঠাপুকুর ডিগ্রি মহাবিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ, মিঠাপুকুর উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় একথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ এদেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা পাচার করেছে। স্বাধীনতা যুদ্ধের পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, অত্যাচার, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করেছে। আমরা তার আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করছি।
তিনি বলেন, ইসলামেও নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের মায়েরা নিরাপদ থেকে দেশের কল্যাণে ভূমিকা রাখবে। বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানেরা গর্জে উঠেছে। আমরা সন্তানদের অঙ্গীকার পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। তারা সব চেয়ে বড় আঘাত করেছে বিচার বিভাগের উপর। বিচার বিভাগকে ব্যবহার করে বিভিন্ন দল ও ব্যক্তিকে অপমানিত করেছে। মানবতার এই বেইজ্জতি আমরা চাই না।
ডা. শফিকুর রহমান বলেন, তারা ২০১৩ সালের ৫ মে নিরীহ জামায়াত ইসলামী বাংলাদেশের অসংখ্য নেতাকর্মীকে রাতের অন্ধকারে হত্যা করেছে। তাদের ফ্যাসিস্ট নেত্রী হত্যাকাণ্ডের ঘটনা অস্বীকার করেছে। পীলখানায় হত্যাকাণ্ড ঘটিয়ে বিডিআর ধ্বংস করে দিয়েছে। বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের অনেক নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছে।
জামায়াত আমির আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে, যে দেশে ন্যায়বিচারের জন্য মানুষের এক আদালত থেকে অন্য আদালতে ঘুরতে হবে না।
জামায়াতে ইসলামী বাংলাদেশ কোরআনের আলোকে একটি মানবিক বাংলাদেশ দেখতে চায় বলে তিনি সকলের সহায়তা কামনা করেন।