গোবিন্দগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি : ঢাকাপ্রকাশ
গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নাসির আহম্মেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ নাসির আহম্মেদ অতীতে শিক্ষার্থীদের ন্যায়সংগত আন্দোলনে বাধা দিয়েছেন। বিশেষ করে, গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনি বাধা দেন এবং ছাত্রলীগকে এ আন্দোলন দমন করার সহযোগিতা করেন।
এছাড়া আরও অভিযোগ ওঠে,
- ফরম পূরণের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়।
- কলেজের পুকুর ইজারা দিয়ে অর্থ আত্মসাৎ।
- অনুপস্থিত শিক্ষকদের বেতন উত্তোলনে অবৈধ লেনদেনের মাধ্যমে সহযোগিতা।
- ভাউচার দেখিয়ে কলেজের অর্থ আত্মসাৎ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহসিন আহম্মেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লেলিন, আহাদ, জাহিদ, তানভীর প্রমুখ। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রুহিন সরকার, আকাশ সেখ, আবু তারেক, রোমান সোহেল, নিবরাজ, অরিত তালুকদার, মুহিন ও লিখনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা দাবি করেন, অধ্যক্ষ নাসির আহম্মেদের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করা হোক এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তাকে অপসারণের দাবিও জানানো হয়।
এই মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অসন্তোষ ও ন্যায়বিচারের আহ্বান জানান, যা গোবিন্দগঞ্জ সরকারি কলেজের প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।