গাইবান্ধায় আওয়ামী লীগের সাবেক সভাপতি কারাগারে
ছবি: সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগের বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক সভাপতি মজনু মিয়াকে (মজনু হিরো) কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি হিরো বাজার এলাকা থেকে মজনু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যার এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “মজনু মিয়া হত্যা মামলার এজাহার নামীয় আসামি। তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।”
২০১৪ সালের ৫ জানুয়ারি বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন। এই ঘটনায় দীর্ঘ ১০ বছর পর, ২০২৪ সালের ২২ অক্টোবর, নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সুন্দরগঞ্জ-১ আসনের প্রয়াত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিসহ মোট ৭৯ জনকে আসামি করা হয়। এছাড়া, ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
মজনু মিয়া ওরফে মজনু হিরো বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি স্থানীয় মৃত আব্দুস ছাত্তার (হিরো ছাত্তার) এর পুত্র।
শাহাবুল ইসলাম হত্যা মামলার দীর্ঘ তদন্ত এবং নতুন মামলার প্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার কার্যক্রম ত্বরান্বিত হয়েছে। গ্রেফতারকৃত মজনু মিয়াকে আদালতে উপস্থাপনের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।