কুড়িগ্রামের রাজিবপুরে এমন ছাত্র আন্দোলন দেখেনি কখনও
কুড়িগ্রামের রাজিবপুরে ছাত্র আন্দোলন। ছবি : ঢাকাপ্রকাশ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নেয় কুড়িগ্রামের রাজিবপুরেও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সারাদেশে সব ধরনের সংহিতা ও হত্যার বিচার এবং গ্রেপ্তারকৃত নিরপরাধ শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল করেছে তারা। বিক্ষোভ মিছিল টি রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও স্কুল মাঠে গিয়ে শেষ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনির হোসেন জানান, ‘আমরা রাজিবপুরের প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছি। সাধারণ শিক্ষার্থীরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে। রাজিবপুরবাসী এমন ছাত্র আন্দোলন আগে কখনও দেখেনি। আগামীকাল কোনো কর্মসূচি আছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় সমন্বয়কদের ঘোষণা অনুযায়ী আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’
আরেক আন্দোলনকারী বলেন, ‘কুড়িগ্রামের রাজিবপুরে এমন ছাত্র আন্দোলন দেখেনি কখনও। আমাদের আন্দোলন চলমান থাকবে।