গাইবান্ধায় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু
ছবি: সংগৃহীত
গাইবান্ধায় বজ্রপাতে পৃথক দুটি স্থানে এক কৃষক সহ দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি নামক স্থানে ফুলমিয়া নামের কৃষক মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ফুলমিয়া অন্যদের সাথে গড়দীঘি গ্রামে জমিতে ধান কাটতে যায়। দুপুরে হঠাৎ করে বজ্রপাত হলে গুরুতর আহত হয় কৃষক ফুলমিয়া। আশে পাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । অপর দিকে প্রায় একই সময় জেলার সাঘাটা উপজেলার মুক্তি নগর ইউনিয়নের বেলতৈল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে শিপন মিয়া আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।