গাইবান্ধায় ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার
ছবি : ঢাকাপ্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর তীরে ভুট্টা ক্ষেত থেকে জিৎ কুমার (৮) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (নামাপাড়া) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জিৎ ওই গ্রামের রনজিত কুমারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৯ মার্চ) বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় জিৎ। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন।
পরদিন শনিবার দুপুরে করতোয়া নদীর তীরে একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।