সাদুল্লাপুরের ধাপেরহাট ইউপি উপনির্বাচনে শিপন চেয়ারম্যান নির্বাচিত
ছবি : ঢাকাপ্রকাশ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চশমা প্রতীকে ৭ হাজার ৫২৮ ভোট পেয়ে শহিদুল ইসলাম শিপন বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নুরে আলম সিদ্দিকি মিঠু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮০৬ ভোট।
রাত ৮ টার দিকে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা আতাউল হক ফলাফল নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিরতীহীনভাবে বিকেলে ৪ টা পর্যন্ত ওই ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ৩১ জানুয়ারি ধাপেরহাট ইউপি নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রতিকের প্রার্থী শফিকুল কবির মিন্টু মৃত্যুবরণ করায় এ পদটি শুন্য হয়।