ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালেন যুবক
ছবি: সংগৃহীত
ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মামুন ইসলাম (২০) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (৭মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নীলফামারী কলেজ রেলস্টেশনের কাছে সরকারপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মামুন নীলফামারী পৌর এলাকার মাছুয়াপাড়া মহল্লার মৃত আব্দুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল মামুন। এসময় চিলাহাটি থেকে পার্বতীপুরের উদ্দেশে ট্রেনের একটি ইঞ্জিন ওই রেললাইন দিয়ে যাচ্ছিল। পরে রেললাইন থেকে সরে গিয়ে মোবাইল দিয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করলে ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।