গোবিন্দগঞ্জে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত
দুর্ঘটনায় নিহত আসফিয়া খাতুন। ছবি: ঢাকাপ্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় আসফিয়া খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের পাকুড়িভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসফিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্র্রামের আনিছার রহমানের কন্যা।
স্থানীয়রা জানান, আসফিয়া তার এক আত্বীয় বাড়ী যাওয়ার সময় পরিবারের সদস্যদের অগোচরে পাকুড়িভিটা নামক স্থানে রাস্তা পারাপারের জন্য দৌড় দেয়। এসময় একটি ব্যাটারীচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ ঢাকাপ্রকাশকে বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।