লিমনের হ্যাটট্রিকে কুতুবদিয়াকে উড়িয়ে দিলো মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়
৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেলো চাপা অঞ্চলের চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়। সিলেটের মাঠে কুতুবদিয়া মডেল হাই স্কুলকে ৩-২ গোলে পরাজিত করে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়। মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হয়ে হ্যাটট্রিক করেন লিমন।
আজ (রোজ বৃহস্পতিবার) সকাল ৯ ঘটিকায় সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ বকুল অঞ্চলের চ্যাম্পিয়ন কক্সবাজারের কুতুবদিয়া মডেল হাই স্কুল ও চাপা অঞ্চলের চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে পরাজিত করে কুতুবদিয়া মডেল হাই স্কুলকে। মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হয়ে একাই ৩টি গোল করেন গৌরব কর্মকার লিমন। এ জয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে আরো একধাপ এগিয়ে গেলো মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়।
ম্যাচের শুরুতে প্রথমে ১ গোলে এগিয়ে যায় কুতুবদিয়া মডেল হাই স্কুল। পরে লিমনের গোলে সমতায় ফেরে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়। বাকি সময় আর গোল না হওয়ায় ১-১গোলে বিরতিতে যায় দুই টিম।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেও ২-১ গোলে এগিয়ে যায় বকুল অঞ্চলের কুতুবদিয়া মডেল হাই স্কুল। তবে ম্যাচের শেষের দিকে আবারো জ্বলে ওঠে গৌরব কর্মকার লিমন। পর পর ২ গোল করে চাপা অঞ্চলের মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জয় নিশ্চিত করে আর সেই সাথে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে।
এ অসাধারণ জয়ে দলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে আত্মবিশ্বাস অনেক গুন বেড়ে গেছে বলে জানিয়েছেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আশরাফুল ইসলাম।
মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ গোবিন্দগঞ্জ উপজেলা তথা সমগ্র রংপুর বিভাগের মানুষের কাছে আগামী খেলাগুলোর জন্য দোয়া/ আশীর্বাদ চেয়েছেন।
২৯শে সেপ্টেম্বর চাপা অঞ্চলের চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে পদ্ম অঞ্চলের চ্যাম্পিয়ন অর্থাৎ ঢাকা বিভাগের দলের সাথে। সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আগামীকাল সকাল ৯ ঘটিকায় খেলাটি অনুষ্ঠিত হবে।