স্কুল পর্যায়ের ফুটবল খেলায় মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জয়রথ ছুটেই চলেছে
৫০ তম গ্রীষ্মকালীন স্কুল পর্যায়ের ফুটবল খেলায় মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জয়রথ ছুটেই চলেছে। মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় ফুটবল দল রংপুর ও রাজশাহী বিভাগের স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে এখন ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাতে অংশ নিচ্ছে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে রংপুর বিভাগ শেষ করে চাপা অঞ্চল পর্যন্ত তারা জয়ের ধারা অব্যাহত রেখেছে।
গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনার জন্য অন্যতম পদ্ধতি। এই প্রতিযোগিতা সুষ্ঠূভাবে সম্পন্ন করার জন্য পুরা দেশকে ৪টি অঞ্চলে ভাগে ভাগ করা হয়। এগুলো হলো বকুল,পদ্ম,গোলাপ ও চাপা নাম। রাজশাহী ও রংপুর বিভাগ হলো চাপা অঞ্চলের অন্তর্ভুক্ত।
প্রথমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ফাইনাল খেলায় মুখোমুখি হয় শক্তিশালী সুন্দরগঞ্জ হাই স্কুলের। গাইবান্ধা জেলা স্টেডিয়ামে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখে উক্ত ফাইনাল খেলায় মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় ৬-০ গোলে সুন্দরগঞ্জ হাই স্কুলকে পরাজিত করে গাইবান্ধা জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জেলা চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় পৌঁছে যায় বিভাগীয় পর্যায়ে। উপঅঞ্চলের সেরা হওয়ার লক্ষ্যে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটি খেলোয়াড় চ্যাম্পিয়ন হওয়ার জন্য ছিল মানসিক ভাবে অটুট।
বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ফাইনালে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিপক্ষ দল হিসেবে পায় শক্তিশালী নীলফামারী জেলা চ্যাম্পিয়ন দলকে । ২৩সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখের ফাইনালে ১-০ গোলে জয়ী হয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় গাইবান্ধা জেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়।
এবার চাপা অঞ্চলের সেরা হওয়ার ম্যাচে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই বিভাগের সেরা দুই দল। ২৫সেপ্টেম্বর ,২০২৩ইং রোজ সোমবার রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন ও রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দলের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ২-১ গোলে জয়ী হয়ে চাপা অঞ্চল থেকে জাতীয় পর্যায়ের মেইন ইভেন্টে খেলার সুযোগ পায় রংপুর বিভাগের চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়। উক্ত ম্যাচে গোল করেন সাদিকুর রহমান রানু ও শাকিল মিয়া।
মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হয়ে চাপা অঞ্চলের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ ও ক্রীড়া শিক্ষক নূরে আলম সরকার নান।
এ জয়ে মহিমাগঞ্জের সকল স্তরের মানুষের মধ্যে আনন্দের সুবাতাস বইছে। সেই সাথে সবাই দোয়া করছে যেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় ৫০তম গ্রীষ্মকালীন ফুটবলের জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হতে পারে।
আগামীকাল ২৭, সেপ্টেম্বর ২০২৩ হতে শুরু যাচ্ছে ৫০তম গ্রীষ্মকালীন ফুটবলের জাতীয় পর্যায়ের মেইন ইভেন্ট। সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও স্টেডিয়ামে এ ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। বর্তমানে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় সিলেটে অবস্থান করছেন। এখানে তাদের ম্যাচ গুলো হবে গোলাপ,বকুল ও পদ্ম অঞ্চলের চ্যাম্পিয়ন দলগুলোর সাথে।
মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ ও ক্রীড়া শিক্ষক নূরে আলম সরকার নানের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে, তারা জানান," মহিমাগঞ্জ তথা গোটা গাইবান্ধা বাসীর সবার কাছ অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা পাচ্ছেন। আর সেই সাথে তারা মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দলের সকল খেলোয়াড়ের সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন । "