লোকালয়ে হনুমান, উৎসুক জনতার ভিড়
নীলফামারীর ডোমারে গত কয়েকদিন ধরে লোকালয়ে ঘুরছে একটি মুখপোড়া হনুমান। শহরের বিভিন্ন ঘরবাড়ির গাছে গাছে ঘুরছে মুখপোড়া হনুমানটি। হনুমানটি যেখানেই যাচ্ছে উৎসুক জনতা সেখানেই ভিড় করে হনুমানটিকে খাবার দিচ্ছে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে থানাপাড়ার শালকী নদী সংলগ্ন একটি বাগানের গাছে হনুমানটিকে দেখতে পাওয়া যায়। সেখানে হনুমানটিকে স্থানীয় লোকজন খাবার দিচ্ছে এবং তা নিয়ে গাছের উপর গিয়ে খাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরেই ডোমার উপজেলার প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান। এটি গাছে গাছে ও বাড়িতে বাড়িতে ঘুরছে। তাদের ধারণা, ডোমার থেকে ভারতের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। হয়তো সেখান থেকে দিক থেকে ভুলে ডোমারে চলে এসেছে হনুমানটি। তবে হনুমানটি এখন পর্যন্ত কারও কোনো ক্ষতি করেনি।
হালকা ছাই রঙের হনুমানটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। কেউ বাঁশ দিয়ে কলা ও বিভিন্ন খাবার দিচ্ছে হনুমানটিকে। হনুমানটি কোথা থেকে এলো সবার প্রশ্ন সেটাই।
স্থানীয় ব্যবসায়ী আতিক বলেন, শালকী নদীর রেললাইনের ধারে হনুমানটিকে দেখতে পাই। সেখানে দেখি অনেকেই তাকে বিরক্ত করছে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করি।
বন বিভাগ কর্মকর্তারা বলছেন, ভারত থেকে হনুমানটি হয়তো ডোমারে এসে পড়েছে। যেহেতু হনুমানটি মানুষের কোনো ক্ষতি করছে না তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই।
উপজেলা বন কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, ডোমার শহরে একটি মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে বলে শুনেছি। ভারত থেকে দলছুট হনুমানটি কোনোভাবে এ দেশে চলে আসে। পরে ফিরে যাবার পথ হারিয়ে ফেলে।
এসজি