জমি অধিগ্রহণ না করেই কৃষি জমিতে নদী খননের অভিযোগ
নীলফামারীর ডিমলায় জমি অধিগ্রহণ না করেই ব্যক্তি মালিকানার কৃষি জমিতে নদী খনন করছে বলে অভিযোগ করেছেন শতাধিক ভূমি মালিক। উপজেলার বুড়িতিস্তা নদীর রামডাঙ্গা অংশে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূমি মালিকরা নদী খনন বন্ধ করে সীমানা নির্ধারণের জন্য উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, জমির মালিককে না জানিয়ে শতাধিক কৃষকের ২০০ একর বৈধ কৃষি জমি দখলে নিয়ে নদী খনন করছে নীলফামারী পানি উন্নয়ন বোর্ড। খননের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত কোনো অনুমোদন নেওয়া হয়নি। খননের নামে তাদের মালিকানা জমি বেআইনিভাবে দখল করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড তাদের অধিগ্রহণকৃত জমি বাদে ব্যক্তি মালিকানাধীন জমিতে জোড়পূর্বক নদী খনন করে সংঘাতের সৃষ্টি করছে। কিন্তু পাউবো কিংবা অন্য কোনো সংস্থা এসব জমি অধিগ্রহণ করেনি। জোড়পূর্বক খননের জন্য তারা জমির মালিকদের হয়রানি করছে।
এ বিষয়ে ভূমি মালিকদের পক্ষে দরখাস্তকারী নুর ইসলাম বলেন, এসব জমি আমাদের মৌরশী সম্পত্তি। সরকারি কর-খাজনা দিয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছি। কিন্তু পাউবো কর্তৃপক্ষ অধিগ্রহণ না করে এসব জমি দখল করে নদী খনন করছে।
স্থানীয়দের ভাষ্য, নদী খননে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু অধিগ্রহণ বা ক্ষতিপূরণ না দিয়ে ব্যক্তি মালিকানা জমিতে নদী খনন কেউ মেনে নেবে না। এছাড়া নদী খননের সরকারি বালু নিলাম ছাড়া বিক্রি বন্ধের দাবি জানান তারা।
জানা গেছে, ৯৯ কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্পের আওতায় ৫টি প্যাকেজে বুড়িতিস্তা নদী খনন করছে নীলফামারী পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আপাতত খনন কাজ বন্ধ আছে। উভয়পক্ষের সার্ভেয়ার দিয়ে জমির সীমানা নির্ধারণ করে তারপর খনন কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।
এসআইএইচ