১২০০ টাকা মণে কৃষকের ধান কিনছে খাদ্য বিভাগ

নীলফামারীর ডোমার উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, উপজেলায় ১ হাজার ১৪০ মেট্রিক টন ধান ও ১ হাজার ৯৩৩ মেট্রিক টন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান প্রতি মণ ১২০০ টাকা মূল্যে ও চাল ৪৪ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে সংগ্রহ করা হবে। উপজেলার তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। উদ্বোধনের দিন মিলার নুরন্নবীর কাছ থেকে ৫ টন চাল সংগ্রহের মাধ্যমে ধান-চাল সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ঋষিকেস দেব বর্মনমসহ মিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।
এসজি
