কুকুরকে খেয়ে ফেলা সেই সাপ দেখতে উৎসুক জনতার ভিড়
দুইটি কুকুরকে খেয়ে ফেলেছে একটি সাপ। দুইটি ছোট বাচ্চা এই ঘটনা দেখেছে এই কথা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ সাপটিকে এক নজর দেখার জন্য ভিড় করেন বাবুর দীঘিতে। সোমবার (১ মে) বিকালে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৈগিলা নামকস্থানে এ ঘটনাটি ঘটে। তবে সাপটি উদ্ধার না হওয়ায় মানুষজনকে হতাশা নিয়েই বাড়ি ফিরতে হয়।
এ প্রসঙ্গে স্থানীয় আনারুল বলেন, বিকালে সামসুল মেম্বারের পুকুরের ধারে বাঁশ ঝাড়ের কোনায় দুইটি কুকুরকে একটি সাঁপ খেয়ে ফেলেছে। দুইটি শিশু নাকি নিজের চোখে এই ঘটনা প্রত্যক্ষ করেছে। তারা বাড়িতে ও পাড়া-পড়শীদের ঘটনাটি জানালে বাড়ির ও আশপাশের লোকজন সাঁপের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। সাঁপের ভয়ে লোকজন চলাফেরাও করতে পারছেন না। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ও আশপাশের লোকজন একতাবদ্ধ হয়ে হাতে লাঠি নিয়ে সেই পুকুরের ধারে যান। সেখানে বাঁশ ঝাড়ের নিচে তারা একটি কুকুরকে মরে থাকতে দেখেন। এটি দেখে তাদের বিশ্বাস হয় সেখানে বড় ধরনের কোনো সাঁপ রয়েছে।
তিনি আরও বলেন, সাঁপটিকে বাঁশ ঝাড়ের গর্ত থেকে উদ্ধারের জন্য নিয়ে আসা হয় মাটি কাটার ভেকু মেশিন। বিকাল থেকে সন্ধ্যা অবধি ভেকু মেশিন দিয়ে বাঁশ ঝাড়ের মাটি কাটা হলেও সেখান থেকে কোনো সাঁপ পাওয়া যায়নি। ফলে সন্ধ্যার পরে মাটি কাটা বাদ দিয়ে ভেকু মেশিনটি ফেরত দেওয়া হয়।
আলী নামে একজন বলেন, একটি বিশাল আকৃতির সাঁপ দুইটি কুকুরকে খেয়েছে-এই খবরে এখানে এসেছি সাঁপটিকে দেখার জন্য। ছোট বাচ্চাকে সাথে নিয়ে সাঁপ দেখতে এসেছেন জীবন। তবে সাঁপ দেখতে না পেরে হতাশা নিয়ে তার সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যান তিনি। তবে অনেকেই বলছেন, এটা গুজব তারপরও তারা এসেছেন নিজের চোখে ঘটনা প্রত্যক্ষ করার জন্য। হাফিজ নামে একজন জানান, কুকুরকে যদি সাঁপ খায় তবে সেই সাঁপটি অবশ্যই অজগর সাঁপ হবে। আর অজগর সাপ এখানে আসবে কেমন করে। যদি এসেও থাকে তবে এতদিনও কারো চোখে পড়লোনা কেন? তারপরও যেহেতু মানুষ আসছে কৌতুহলবশত আমিও এসেছি।
এদিকে মাটি কাটার পরও সাঁপ দেখা না যাওয়ায় সন্ধ্যার পরে মাটি কাটা বন্ধ করে উদ্ধার অভিযান বন্ধ করে দেন স্থানীয় লোকজন। ফলে সবাইকে কিছু না দেখে হতাশা নিয়েই বাড়ি ফিরতে হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান ফিরোজ চৌধুরী জানান, এটা গুজব ছিল। তারপরও যাতে মানুষের কোনো ক্ষতি না হয় সেই কারণে মাটি কাটা হয়েছিল। সাঁপ না থাকায় এখন মানুষও বিশ্বাস করছে সেটা গুজব।
এসআইএইচ