পতিত জমিতে সবুজের সমারোহ
এক সময় যে জমিতে কোন ফসল আবাদ হতো না। পতিত অবস্থায় পরে থাকতো বছরের পর বছর। সেই সব জমিতে এখন বীজআলু চাষ করে ব্যাপক সাফল্য দেখিয়েছে ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামার। পতিত জমিকে ফসলের উপযোগী করে গড়ে তোলার লক্ষে উপ-পরিচালক আবু তালেব মিঞার নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে গেছেন। স্বাধীনতার পর থেকে যে এলাকায় বিদ্যুত পৌছেনি মাত্র ১ বছরের মধ্যেই সেই এলাকায় বিদ্যুত এনেও সাফল্য দেখিয়েছেন খামার কৃতপক্ষ।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিাটউট(বারি) এর অধিন দেবীগঞ্জ খামার হতে একটি বিশেষায়িত বীজআলু উৎপাদন খামার প্রতিষ্ঠার লক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কে ৬৩ একর জমি হস্তান্তর করা হয়।
জমি হস্তান্তরের পুর্বে ৬৩ একর জমিই পতিত অবস্থায় পরে থাকতো। বিএডিসির কাছে জমি হস্তান্তরের পরেই সেই মৌসুমে (২০২১-২২) ৬৩ একর জমিতে বীজআলু রোপণ করে ৪০৩ মেট্রিকটন বীজ আলু উৎপাদন করে সকলকে অবাক করে দেন ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামার।
ঐ সকল জমির মাটি বেলে ও বন্ধুর প্রকৃতি হওয়ায় আলু উৎপাদনের পর জমিগুলো পরিচর্চা করে ফসল উৎপাদনের উপযোগী করে তোলা ও রাস্তা তৈরি করা হয়ে থাকে। নেওয়া হয় বিদ্যুত সংযোগের উদ্যোগ। বর্তমানে খামারটিতে বিদ্যুত সংযোগ লাগানো হয়েছে।
খামারটি হস্তান্তরের পরেই ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামার ২০২১-২২ উৎপাদন মৌসুমে সেচ কার্যক্রমের স্বল্পতা থাকার পরও ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে ১৭ একর জমিতে ২৮ মেট্রিকটন আউশ ধানবীজ এবং ৯ একর জমিতে সাড়ে ১২ মেট্রিকটন আমন ধানবীজ উৎপাদন করে।
চলতি মৌসুমে ৫৫ একর জমিতে বীজআলু ও ৫ একর জমিতে গমবীজ উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। সহকারী পরিচালক (খামার) কৃষিবিদ মোঃ সাজু মিয়া বলেন, ৬৩ একর জমি পাওয়ার পর আমরা জমিটিকে ফসলের উপযোগী করে গড়ে তোলার লক্ষে ব্যাপক কাজ করি। প্রথম বছরেই বীজ আলু উৎপাদন করে আমরা প্রাথমিকভাবে সফলতা লাভ করি।
চলতি মৌসুমে খামারটিতে বীজআলু লক্ষমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে সেই খামারটিতে অফিস নির্মান যাতায়াতের ব্যবস্থাসহ ফসল উৎপাদনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কৃতপক্ষ।
ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা বলেন, মাননীয প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমিকে উৎপাদনের আওতায় এনে অত্র খামারটিতে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। পতিত জমিকে উৎপাদনের আওতায় নিয়ে আসা হয়েছে।
এএজেড