দুই দিন ব্যাপি কাঞ্চনজংঘা পালাটিয়া উৎসব শুরু
আনন্দ আনন্দ এবং আনন্দ এই প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও তেতুঁলিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি কাঞ্চনজংঘা পালাটিয়া উৎসব। শনিবার দুপুরে শোভাযাত্রা, বজ্রপ্রাণ মেডিটেশন এবং প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়েছে।
মহানন্দা নদীর তীরে মহানন্দা পার্কে এই উৎসব আয়োজন করছে পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ। দুপুরে উৎসব স্থল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলিয়া ডাকবাংলো এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় র্যালীতে অংশগ্রহণ করেন তেতুঁলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, নাট্যদল ভূমিজের প্রতিষ্ঠাতা সরকার হায়দার সহ সাংস্কৃতিক কর্মীরা।
পরে মুক্তিযুদ্ধ যাদুঘর চত্বরে বজ্রপ্রাণ মেডিটেশন অনুষ্ঠিত হয়। বজ্রপ্রাণ মেডিটেশন পরিচালনা করেন বিশ্বখ্যাত সুপার হিউম্যান সিদ্ধাচার্য ম্যাক ইউরি বজ্রমণি।
উৎসবের প্রথম দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাট্যদল ভূমিজের আয়োজনে নাটক 'পাখিদের বৈঠক'। নাটকটি রচনা ও নির্মাণ করেছেন সরকার হায়দার। আগামীকাল ৮ জানুয়ারী রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাতে মঞ্চস্থ হবে স্থানীয় লোকনাট্য পালাটিয়া 'সত্যপীর'।
এএজেড