গাইবান্ধা-৫ উপনির্বাচনে বাড়ছে ভোটারের উপস্থিতি
কঠোর নিরাপত্তায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ঘিরে দুই উপজেলার ১৪৫টি কেন্দ্রে ইভিএমে চলছে ভোটগ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি কেন্দ্রে বাড়তে থাকে ভোটারের উপস্থিতি।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সাঘাটা উপজেলার করলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ লাইন। তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রে এসেছেন ভোটাররা।
কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার গাইবান্ধা সরকারি কলেজের প্রভাষক রাশেদ মিয়া জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৩১৫০ জন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে শতকরা ২০ ভাগ।
একই চিত্র আসনের অন্যান্য কেন্দ্রের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের উপস্থিতি।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১১টা পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ করেননি ভোটার বা প্রার্থীরা।
ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৪ জন। এই উপনির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
গাইবান্ধা-৫ আসনের নির্বাচনে ৫ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও করছেন ৪ জন প্রার্থী। ভোট কারচুপির আশঙ্কায় গত ডিসেম্বর মাসের ২৫ তারিখে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ।
এদিকে সুষ্ঠভাবে ভোটগ্রহণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।
তিনি বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে ১৪৫টি ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরা। সিসি ক্যামেরায় কেন্দ্র পর্যবেক্ষণের জন্য উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ চলাকালে কোনো অনিয়ম হলে তা কঠোরভাবে দমন করা হবে।
এ ছাড়াও নির্বাচনে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোটের মাঠে বিজিবি, র্যাবের মোবাইল টিম, পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনের কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাইবান্ধা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এসআইএইচ