পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢাকা পথঘাট
উত্তরের জেলা পঞ্চগড়ে ঘনকুয়াশা আর হিমালয়ের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। গত ৫ দিন ধরে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার মানুষজন। জেলা জুড়ে চলছে মৃদ্যু শৈতপ্রবাহ। হিমেল হাওয়ায় কাহিল জেলার মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বয়স্ক ও শিশুরা। শীতজনিত নানা রোগে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা।
জেলায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রবিবার রাত থেকে ঘন কুয়াশায় পথঘাট ঢেকে গিয়েছে। রাতভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।
এদিকে ঘন কুয়াশার কারণে ভুট্টা, মরিচসহ নানা ধরনের শাকসবজির ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন জেলার কৃষকেরা। বোদা উপজেলার কৃষক রবিউল হুসাইন বলেন, গত কয়েকদিনের শীতে বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হচ্ছে। ঘন কুয়াশার কারণে বীজ তলায় কুয়াশা থেকে রক্ষার জন্য ওষুধ ব্যবহার করেও কাজ হচ্ছে না।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের জন্য ২৫ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জানুয়ারির শুরু থেকে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদ্যু শৈতপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
এসএন