গাইবান্ধায় 'আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন' এর শীতবস্ত্র বিতরণ
এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত 'আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন' এর পক্ষ থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জে ১ হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেলকা কলেজ মাঠে তিস্তা নদী সংলগ্ন চরাঞ্চলের শীতার্ত ১ হাজার মানুষকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ফাউন্ডেশনের ঢাকা ও দিনাজপুরের স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় গণমান্য ব্যক্তিরা অংশ নেন।
শীতবস্ত্র বিতরণ 'আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন' এর একটি ধারাবাহিক কার্যক্রম। এটি এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে কাজ করে চলেছে।
প্রসঙ্গত, আমরা কিংবদন্তি ফাউন্ডেশন ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথমূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুকভিত্তিক গ্রুপ এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০০ (আমরাই কিংবদন্তি) ২০১৭ সালের ১৯ নভেম্বর থেকে যাত্রা শুরু করে। যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৪৮ হাজার।
এমএইচ/এসজি